Sri Lanka

Sri Lanka: শ্রীলঙ্কা ঋণ শোধে অক্ষম, হুঁশিয়ারি দুই উপদেষ্টার

দেশ জুড়ে আর্থিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ধারগুলি শোধ করতে অক্ষম।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ০৬:৩১
Share:

ফাইল চিত্র।

চূড়ান্ত আর্থিক সঙ্কটে কারণে শ্রীলঙ্কা যে আন্তর্জাতিক ঋণ শোধ করতে পারবে না, তা প্রায় নিশ্চিত বলে হুঁশিয়ারি দিল দুই আন্তর্জাতিক মূল্যায়ন এবং উপদেষ্টা সংস্থা। ফিচ রেটিংস তাদের বিশ্লেষণে বলেছে, সরকারি ঋণ খেলাপের প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটির। একই কথা ঘোষণা করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস-ও।

Advertisement

দেশ জুড়ে আর্থিক সঙ্কট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মধ্যে দাঁড়িয়ে সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ধারগুলি শোধ করতে অক্ষম। কারণ, দেশটি সব দিক থেকে এমন ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেখা যায়নি। তবে ফিচ এবং এসঅ্যান্ডপি-র বার্তা, শ্রীলঙ্কা আপাতত শোধ করতে না পারার কথা বললেও বিষয়টি আদতে পাকাপাকি। অর্থাৎ ওই ধার আর শোধ না হওয়ারই আশঙ্কা।

শ্রীলঙ্কার এই দুর্দশায় সহায়তার হাত বাড়িয়েছে ভারত। খাবার, জ্বালানি পাঠানোর সঙ্গে সঙ্গে আরও ২০০ কোটি ডলার পর্যন্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, সে দেশের ঋণ শোধ না করতে পারার কথা মাখায় রেখে এই সিদ্ধান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement