শুরু হল বৃহত্তম স্পেকট্রাম নিলাম

সাতটি ব্যান্ডের স্পেকট্রামের কতটা কোথায় নিজেদের ঝুলিতে পোরা যায়, তা নিয়ে শনিবার শুরু হয়ে গেল ৭ টেলি সংস্থার দর হাঁকাহাঁকির পালা। নিলামে আদায় ন্যূনতম দরে ৫.৬৬ লক্ষ কোটিতে বেঁধেছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০৩:১৫
Share:

সাতটি ব্যান্ডের স্পেকট্রামের কতটা কোথায় নিজেদের ঝুলিতে পোরা যায়, তা নিয়ে শনিবার শুরু হয়ে গেল ৭ টেলি সংস্থার দর হাঁকাহাঁকির পালা। নিলামে আদায় ন্যূনতম দরে ৫.৬৬ লক্ষ কোটিতে বেঁধেছে কেন্দ্র। টুজি, থ্রিজি, ফোরজি, সব প্রযুক্তিতে ব্যবহারের এয়ারওয়েভই বিকোবে সেখানে। সরকারি সূত্রে খবর, ভারতের বৃহত্তম এই স্পেকট্রাম নিলামের প্রথম দিনে জমা পড়েছে ৫৩,৫৩১ কোটি টাকার দরপত্র। ৭০০ ও ৮০০ মেগাহার্ৎজ বাদে বাকি সব ব্যান্ডের স্পেকট্রাম কিনতে আগ্রহ চোখে পড়েছে। তবে সবচেয়ে বেশি চাহিদা ছিল টুজি-র ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement