তামিলনাড়ুতে নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল আদানি গ্রিন এনার্জি। যার উৎপাদন ক্ষমতা ৬৪৮ মেগাওয়াট। রামনাথপুরমের কামুথিতে এই কেন্দ্র গড়তে ৪,৫৫০ কোটি টাকা ঢেলেছে আদানি গোষ্ঠীর সংস্থাটি। ২০১২-তে প্রথম সৌরবিদ্যুৎ নীতি এনেছিল তামিলনাড়ু সরকার। সেখানে রাজ্যে ৩,০০০ মেগাওয়াট বিকল্প বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে কেন্দ্রটি গড়া হয়েছে বলে দাবি আদানিদের।