সফটব্যাঙ্কের চেয়ারম্যান ও সিইও মাসায়োশি সন। নয়াদিল্লিতে পিটিআইয়ের তোলা ছবি।
ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পে ২,০০০ কোটি ডলার বা ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা লগ্নি করবে জাপানি তথ্যপ্রযুক্তি সংস্থা সফটব্যাঙ্ক। দেশে অপ্রচলিত শক্তি ক্ষেত্রে এটি অন্যতম বৃহৎ লগ্নি প্রতিশ্রুতি। এ জন্য দেশীয় সংস্থা ভারতী এন্টারপ্রাইজ এবং তাইওয়ানের ফক্সকনের সঙ্গে জোট বেঁধেছে তারা। সোমবার নয়াদিল্লিতে এ কথা জানান সফটব্যাঙ্কের চেয়ারম্যান ও সিইও মাসায়োশি সন। পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেন তিনি।
এই তিনটি সংস্থার যৌথ উদ্যোগের নাম হবে এসবিজি ক্লিনটেক, যার সিংহভাগ মালিকানা থাকবে সফটব্যাঙ্কের হাতে। বাকি দুই সংস্থা পরিকাঠামো তৈরি-সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করবে। ন্যূনতম ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সংস্থার লক্ষ্য বলে জানিয়েছে সফটব্যাঙ্ক। লগ্নি করা হবে দেশের সৌর এবং বায়ুবিদ্যুৎ ক্ষেত্র মিলিয়ে। সন বলেন, ভারতে জাপানের তুলনায় দ্বিগুণ সূর্যের আলো পাওয়া যায়। এখানে সোলার পার্ক তৈরির খরচও অর্ধেক। ফলে সব মিলিয়ে সংস্থার সামনে সুযোগ রয়েছে উৎপাদন বাড়ানোর। তবে পার্ক তৈরির পুরো বিষয়টি নির্ভর করবে কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং জমি অধিগ্রহণের বিষয়টির উপর। জমি ও ছাড়পত্র পাওয়ার দু’বছরের মধ্যে কাজ শুরু করা যাবে বলে দাবি সন-এর। সে ক্ষেত্রে সৌরবিদ্যুতের প্যানেল-সহ অন্যান্য যন্ত্রাংশ এখানে তৈরি করতে পারেন তাঁরা।
বছরে ৩০০ দিন সূর্যের আলো পেলেও, ভারতে সৌরবিদ্যুতে লগ্নি নামমাত্র। ২০২২ সালের মধ্যে ভারতে ১ লক্ষ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বায়ুবিদ্যুতের ক্ষেত্রে যা ৬০ গিগাওয়াট।