এ বার থেকে তিন মাসে কতটা উৎসে কর কাটা হল (টিডিএস) কাটা হল, তা ২.৫ কোটি চাকরিজীবী আয়করদাতাকে এসএমএস মারফত জানাবে আয়কর দফতর। সোমবার পরিষেবাটি চালু করে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ‘‘এর ফলে টিডিএসের ক্ষেত্রে সব ঠিক আছে কি না, তা অফিসের স্যালারি স্লিপ ও এসএমএসে পাওয়া তথ্য মিলিয়ে দেখে নিতে পারবেন আয়করদাতারা। এবং অর্থবর্ষ শেষে পরিষ্কার বুঝতে পারবেন, কর বাকি আছে কি না।’’
টিডিএস নিয়ে কোনও সমস্যা হলে আয়করদাতাদের অভিযোগের সুরাহা যাতে অনলাইনেই করা যায়, এ দিন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদকে সেই ব্যবস্থাও তৈরি করতে বলেন জেটলি। সংশ্লিষ্ট সূত্রে খবর, এখন প্রতি তিন মাসে এসএমএস পাঠানোর পরিষেবা চালু হলেও, শীঘ্রই টিডিএসের তথ্য মাসে মাসে পাওয়ার সুবিধা আনবে কর দফতর। পাশাপাশি এই ব্যবস্থার আওতায় আনা হবে চাকরিজীবী নন এমন ৪.৪ কোটি করদাতাকেও।