Industry

ছোট-মাঝারি শিল্পের নাম বদলে ‘উদ্যম’

১ জুলাই থেকে এমএসএমই-র নতুন সংজ্ঞা কার্যকর হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০৪:৪৬
Share:

প্রতীকী ছবি।

ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের (এমএসএমই) সংজ্ঞায় আগেই বদল এনেছে কেন্দ্র। এ বার সেই সব সংস্থার নথিভুক্তির ব্যবস্থা সরল করার দাবি করে তারা জানাল, এখন থেকে এই শিল্প পরিচিত হবে ‘উদ্যম’ নামে।

Advertisement

১ জুলাই থেকে এমএসএমই-র নতুন সংজ্ঞা কার্যকর হবে। আজ সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র বলেছে, ওই দিন থেকে নতুন ছোট সংস্থা অনলাইনে আধার নম্বর ও বাকি তথ্য সেল্ফ-ডিক্লারেশনের মাধ্যমে নথিভুক্তি করতে পারবে। তথ্যের নথি দিতে হবে না। সরকারি কর্তাদের দাবি, ওই নথিভুক্তি ব্যবস্থার সঙ্গে আয়কর ও জিএসটি ব্যবস্থার সংযুক্তির ফলে এই প্রক্রিয়াটি ‘পেপারলেস’ হচ্ছে। ফলে সংস্থার প্যান ও জিএসটিএনের সঙ্গে বাকিটা যাচাই করে নেওয়া সহজ হবে।

আর সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী নিতিন গডকড়ীর দাবি, সব কিছুই সহজে ও দ্রুত হবে। যা সহজে ব্যবসা করার পক্ষে আরও এক ধাপ এগোনো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement