পিএফের বিভিন্ন প্রকল্পে দেয় বকেয়ার উপরে জরিমানার হার কমিয়েছে কেন্দ্র। —ফাইল চিত্র।
কর্মী প্রভিডেন্ট ফান্ডের বকেয়ায় নিয়োগকারীদের জরিমানার হার কমানোর বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে সিটু এবং ইউটিইউসি। এ বার সেই নিয়ম বদলের প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলল আর এক কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইটিইউসি। আরএসএস নিয়ন্ত্রিত ট্রেড ইউনিয়ন বিএমএসের সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে জানিয়েছেন, কাল, বুধবার বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন তাঁরা।
সম্প্রতি পিএফের বিভিন্ন প্রকল্পে দেয় বকেয়ার উপরে জরিমানার হার কমিয়েছে কেন্দ্র। এর আওতায় পেনশন এবং বিমা খাতের টাকাও রয়েছে। টাকা বাকি রাখার মেয়াদের উপরে ভিত্তি করে আগে জরিমানার হার ছিল মাসে ৫%-২৫%। পিএফের আইন সংশোধন করে তা মাসে ১ শতাংশে নামানো হয়েছে।
মঙ্গলবার এআইটিইউসি-র সাধারণ সম্পাদক অমরজিৎ কউর এক বিবৃতি জারি করে বলেছেন, ‘‘ব্যবসার সুবিধার নামে চালু করা নিয়ম শ্রমিক স্বার্থের বিরোধী। এমনকি, পিএফের অছি পরিষদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এই নিয়ম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’’