ছন্দে শেয়ার বাজার। প্রতিনিধিত্বমূলক ছবি।
শেয়ার বাজারে উত্থান বজায় থাকল। শুক্রবারের অপ্রতিরোধ্য পারফরম্যান্সের পর যেখানে শেষ করেছিল সূচক, সেখান থেকেই শুরু। সকাল সাড়ে ১০টার পর এক বার পতনের মুখে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায়। দিনের শেষে সপ্তাহের প্রথম দিন ২৪০.৯৮ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,৬২৮.১৪ পয়েন্টে। ৯৩.৫০ পয়েন্ট উঠে ১৯,৫২৮.৮০ পয়েন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: সনৎ সিংহ।
সেক্টরগুলির মধ্যে সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) লাভের তালিকায় সবার উপরে রয়েছে সরকারি ব্যাঙ্ক, মেটাল, আইটি। এর মধ্যে সরকারি ব্যাঙ্কের লাভের পরিমাণ ২.৪৩ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সর্বোচ্চ লাভ করেছে মেটাল, বেসিক মেটিরিয়ালস, ইউটিলিটি। বিএসইতে মেটাল সেক্টরের লাভের পরিমাণ ২.৭২ শতাংশ। ক্ষতির তালিকায় এনএসই এবং বিএসইতে সামান্য ক্ষতির মুখে পড়েছে এফএমসিজি কনজ়িউমার ডিউরেবলস।
সংস্থাগুলির তালিকায় নিফটিতে এবং সেনসেক্সে সবচেয়ে বেশি লাভ করেছে কোল ইন্ডিয়া এবং উইপ্রো। লাভের পরিমাণ যথাক্রমে ৪.০৬ এবং ৪.৩৪ শতাংশ। সেনসেক্সে লাভের তালিকায় উইপ্রোর পরে এইচসিএল টেক, আলট্রাটেক সিমেন্ট, টাটা স্টিল, টেক মহিন্দ্রা। অন্য দিকে সেনসেক্সে সর্বোচ্চ ক্ষতির তালিকায় রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইটিসি, এশিয়ান পেন্টস, বজাজ ফিন্যান্স। সব ক’টি সংস্থারই ক্ষতির পরিমাণ এক শতাংশের কম। নিফটি ৫০-এ ক্ষতির তালিকায় শীর্ষে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা।