Share market

দিনভর স্থবির থেকেও শেষ মুহূর্তে ১১৫ পয়েন্ট পড়ল সেনসেক্স, ১৯ পয়েন্ট পতন নিফটির

সোমবার সেনসেক্সে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৩৪২.৭৫ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,০৩৯.৩৮ পয়েন্ট। দিনের শেষে বুধবারের তুলনায় ১১৫.৮১ পয়েন্ট নেমে ৬৬,১৬৬.৯৩ পয়েন্টে শেষ করল সেনসেক্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৭:২১
Share:

—প্রতীকী চিত্র।

সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার সারা দিনই ‘ফ্ল্যাট’ থাকলেও শেষ দিকে পতনের মুখে পড়ল। সোমবার সেনসেক্সে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৩৪২.৭৫ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,০৩৯.৩৮ পয়েন্ট। দিনের শেষে বুধবারের তুলনায় ১১৫.৮১ পয়েন্ট নেমে ৬৬,১৬৬.৯৩ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১৯.৩০ পয়েন্ট কমে ১৯,৭৩১.৭৫ পয়েন্টে থামল নিফটি।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির তালিকায় এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে মেটাল, কনজিউমার ডিউরেবলস, ভারত ২২। এনএসইতে এই তালিকায় রয়েছে মেটাল, সরকারি ব্যাঙ্ক, মাইক্রোক্যাপ ২৫০। এনএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে ফার্মা, রিয়্যালটি, মিডিয়া। বিএসইতে এই তালিকায় রয়েছে টেলিকম, হেলথকেয়ার, রিয়্যালটি।

সংস্থাগুলির তালিকায় সোমবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, এইচসিএল টেক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড। নিফটিতে এই তালিকায় রয়েছে হিরো মোটোকর্প, জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল। সেনসেক্সে লাভের শীর্ষে থাকা জেএসডব্লিউ স্টিলের বাজারদর বেড়েছে ১.৭১ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে নেসলে ইন্ডিয়া, টিসিএস, এশিয়ান পেন্টস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement