ফাইল চিত্র।
আবাসন শিল্পের সমস্যা মেটাতে কেন্দ্র পদক্ষেপ করবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই আশ্বাসেই বুধবার চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। ওই আশ্বাস মতো দিনের শেষে নির্মলা ঘোষণাও করেন যে, আটকে থাকা আবাসন প্রকল্পগুলি ফের চালু করতে ২৫,০০০ কোটি টাকার তহবিল তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এর জেরে আজ, বৃহস্পতিবার সূচকের বড় দৌড় দেখতে পারে বাজার।
এ দিন সেনসেক্স ২২১.৫৫ পয়েন্ট উঠে ৪০,৪৬৯.৭৮ অঙ্কে শেষ হয়ে নতুন রেকর্ড গড়ে। এক সময়ে সূচক উঠেছিল ৪০,৬০৬.৯১ অঙ্কে। নিফ্টিও ১২ হাজারে পৌঁছেছিল। তবে শেষে তা থামে ১১,৯৬৬.০৫ অঙ্কে।
বাজার চাঙ্গা হওয়ার অন্যান্য কারণগুলি হল— দ্বিতীয় ত্রৈমাসিকে বিভিন্ন সংস্থার ভাল ফল। চিন ও মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনা উজ্জ্বল হওয়া। অনিয়মে কর্তারা জড়িত নয় বলে ইনফোসিসের দাবি। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির টানা বিনিয়োগ।
তবে এ দিন টাকার দাম পড়েছে। প্রতি ডলারের দাম ২৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭০.৯৭ টাকা।