নতুন নজির দুই শেয়ার সূচকের, দৌড় শ্লথ বৃদ্ধিকে উপেক্ষা করেই

অর্থনীতির শ্লথ গতি নিয়ে বিভিন্ন মহলের আশঙ্কাকে উপেক্ষা করে নিজের তালেই বাড়ছে শেয়ার বাজার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৬
Share:

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের বৃদ্ধির হার নেমেছে ৪.৫ শতাংশে। অর্থনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করছে একের পর এক সংস্থা। চলতি অর্থবর্ষে তা ৪.৯% হবে বলে সোমবারই জানিয়েছে রেটিং সংস্থা মুডি’জ়। কিন্তু অর্থনীতির শ্লথ গতি নিয়ে বিভিন্ন মহলের আশঙ্কাকে উপেক্ষা করে নিজের তালেই বাড়ছে শেয়ার বাজার। মঙ্গলবার সেনসেক্স ৪১৩.৪৫ পয়েন্ট বেড়ে ৪১,৩৫২.১৭ অঙ্কে পৌঁছে গড়েছে নতুন রেকর্ড। একই ভাবে নিফ্‌টি ১১১.০৫ অঙ্ক বেড়ে ১২,১৬৫ অঙ্কে পৌঁছে সৃষ্টি করল নতুন নজির।

Advertisement

বাজার চাঙ্গা হয়ে ওঠার পিছনে একাধিক বিষয় কাজ করেছে বলে সূত্রের খবর। প্রথমত, শুল্ক-যুদ্ধে ইতি টানতে আমেরিকা ও চিন চুক্তি সইয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। যার জেরে এ দিন বিভিন্ন দেশের বাজারে সূচকের মুখ ছিল উপরের দিকে। এর প্রভাব পড়েছে ভারতেও।

এ ছাড়া বুধবার জিএসটি পরিষদের বৈঠকে ব্যবসায়ীদের স্বার্থে কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা লগ্নিকারীদের। আবার অনেকের মতে, কেন্দ্র গত কয়েক বছরে যে সব পদক্ষেপ করেছে, তাতে স্বল্প মেয়াদে কিছু সমস্যা তৈরি হয়েছে ঠিকই। কিন্তু দীর্ঘ মেয়াদে তা ভাল ফল দেবে। সেই আশাতেই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ফের ভারতের বাজারে বিনিয়োগ করছে। এ দিনই তারা শেয়ার কিনেছে ১২৪৮.৪৭ কোটি টাকার। যা সূচককে ঠেলে তুলতে সাহায্য করেছে।

Advertisement

শেয়ার বাজার সংক্রান্ত গবেষণা সংস্থা ভ্যালু রিসার্চের এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর ধীরেন্দ্র কুমার বলেন, ‘‘দেশের আর্থিক হাল ফেরাতে কেন্দ্র যে সব পদক্ষেপ করেছে, তা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে। এই আশাতেই বিদেশি লগ্নিকারী সংস্থা-সহ বিনিয়োগকারীরা বেশি টাকা ঢালছে। যার জেরেই বাড়ছে সূচক।’’ তবে জিএসটি পরিষদ করের হার বাড়ানোর সিদ্ধান্ত নিলে বা আগামী দিনে বৃদ্ধির হার সে ভাবে মাথা না-তুললে বাজারে বড় সংশোধন হতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement