আমেরিকা ও চিন নিয়ে দুশ্চিন্তায় নামল বাজার

মাঠে মারা গেল রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা ঘিরে শিল্পমহলে তৈরি হওয়া চনমনে ভাব। কারণ, মঙ্গলবার শেয়ার বাজারের সমস্ত নজর কেড়ে নিল নড়বড়ে চিনা অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা আর মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দু’দিনব্যাপী বৈঠকে সুদ বাড়ানোর আশঙ্কা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫১
Share:

মাঠে মারা গেল রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা ঘিরে শিল্পমহলে তৈরি হওয়া চনমনে ভাব। কারণ, মঙ্গলবার শেয়ার বাজারের সমস্ত নজর কেড়ে নিল নড়বড়ে চিনা অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা আর মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দু’দিনব্যাপী বৈঠকে সুদ বাড়ানোর আশঙ্কা।

Advertisement

এর জেরে এ দিন সেনসেক্স পড়ে যায় ১৫০.৭৭ পয়েন্ট। থিতু হয় ২৫,৭০৫.৯৩ অঙ্কে।

সোমবারই জানা গিয়েছে, খুচরো ও পাইকারি, দেশের এই দুই বাজারেই আরও কমেছে মূল্যবৃদ্ধির হার। যে কারণে ২৯ সেপ্টেম্বরের ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক চলতি বছরে চতুর্থ বারের জন্য সুদ কমাবে বলে ধরেই নিয়েছে সকলে। কিন্তু বৃহস্পতিবার ফেড রিজার্ভ সুদ বাড়িয়ে দিলে এ দেশ থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলনায় উন্নত অর্থনীতির মার্কিন মুলুকে পাড়ি দিতে পারে বলে আশঙ্কা চেপে বসছে সকলের মনে। বিশেষজ্ঞেরা বলছেন, তাই বাজার এখন সাবধানী। মার্কিন মুলুকে সুদ নিয়ে কী সিদ্ধান্ত হয়, তা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে, ততক্ষণ নতুন করে শেয়ার কেনার ঝুঁকি তেমন ভাবে নিতে চাইছেন না লগ্নিকারীরা।

Advertisement

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ফেড রিজার্ভের সিদ্ধান্তের তেমন কোনও প্রভাব যদি ভারতের বাজারে পড়েও, তবে তার মোকাবিলা করতে সম্পূর্ণ তৈরি সরকার ও শীর্ষ ব্যাঙ্ক।

চিনে সাংহাই সূচক এ দিন ৩.৫৫% পড়ে যাওয়াতেও সে দেশের অর্থনীতি ঘিরে উদ্বেগ বেড়েছে লগ্নিকারীদের। তবে বাজার মহলের একাংশের দাবি, বর্তমানে অনিশ্চয়তার আবহে বাজার সামান্য কিছুটা উঠলেই কোনও ঝুঁকি না নিয়ে শেয়ার বেচে মুনাফা তুলে নেওয়ার ঝোঁক দেখা যাচ্ছে লগ্নিকারীদের মধ্যে। সোমবার সূচক ওঠার পর মঙ্গলবার বাজারের নামা মূলত তারই প্রতিফলন।

এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও পড়েছে ৩ পয়সা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement