—প্রতীকী ছবি।
রাত পোহালেই সংসদে পেশ হবে ২০২৫-’২৬ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট। তার আগে শেয়ার বাজারে দেখা গেল ‘বুলিশ ট্রেন্ড’। শুক্রবার, ৩১ জানুয়ারি, দিনভর ঊর্ধ্বমুখী থেকেছে সেনসেক্স ও নিফটি ৫০। ফলে বাজেটের দিন বাজার থেকে মোটা লাভের আশা করছেন লগ্নিকারীরা।
এ দিন সকাল ১১ টা নাগাদ সংসদে ২০২৪-’২৫ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করে নরেন্দ্র মোদী সরকার। এর পরই সেনসেক্স ও নিফটি দুরন্ত বেগে ছুটতে শুরু করে। দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক থেমেছে ৭৭,৫০০.৫৭ পয়েন্টে। অর্থাৎ ৭৪০.৭৬ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। শতাংশের নিরিখে সংখ্যাটি ০.৯৭ বলে জানা গিয়েছে।
অন্য দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বৃদ্ধি পেয়েছে ১.১১ শতাংশ। এ দিন ২৩,৫০৮.৪০ পয়েন্টে পৌঁছে থামে নিফটি ৫০-এর দৌড়। ২৫৮.৯০ পয়েন্ট বেড়েছে এই বাজার। সেনসেক্স ও নিফটি দিনের মধ্যে সর্বোচ্চ উঠে যথাক্রমে ৭৭,৬০৫ এবং ২৩,৫৪৬ পয়েন্ট।
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ২,৬৩৫টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আবার দর পড়েছে ১,১৩১টি স্টকের। এ ছাড়া ১২০টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন টাটা কনজ়িউমার, ট্রেন্ট, ভারত ইলেকট্রনিক্স, নেসলে এবং লার্সেন অ্যান্ড টুব্রোর বিনিয়োগকারীরা।
বিএসইতে মাঝারি ও ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক দুই শতাংশ করে ঊর্ধ্বমুখী হয়েছে। এনএসইতে মাঝারি পুঁজির সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১.৮৯ শতাংশ। ছোট পুঁজির সংস্থার স্টকে নিফটিতে লাভ হয়েছে ২.১১ শতাংশ।
উল্লেখ্য, বাজেটের আগের দিনে মূলধনি পণ্য সূচক (ক্যাপিটাল গুডস ইনডেক্স) চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। দু’শতাংশ করে বেড়েছে তেল ও গ্যাস, শক্তি, রাষ্ট্রায়ত্ত, রিয়্যাল এস্টেট এবং এফএমসিজ়ি সংস্থাগুলির শেয়ার সূচক। এ দিন বেলা ১২টার পর সমস্ত ধরনের স্টক সবুজ জ়োনে চলে যায়। একে ইতিবাচক বলে জানিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।