প্রতীকী ছবি
ফেব্রুয়ারিতে দেশে (শো-রুম থেকে) দু’চাকা, তিন চাকা ও বাণিজ্যিক গাড়ির বিক্রি বাড়লেও, যাত্রী গাড়ির অবস্থা সেই তিমিরেই। তবে গাড়ির ডিলারদের সংগঠন ফাডার দাবি, অর্থনীতির উন্নতি বা চাহিদা ফিরে আসায় ওই সব গাড়ির বিক্রি বেড়েছে, এমন নয়। বরং তার পিছনে রয়েছে ১ এপ্রিল থেকে দেশে বিএস-৪ গাড়ি বিক্রি বন্ধ হওয়ার বিধি। বাণিজ্যিক গাড়ির রেজিস্ট্রেশনে মাসখানেক লাগে। অনেকে তাই ফেব্রুয়ারিতেই তা কিনে নিয়েছেন, এপ্রিলের আগে নথিভুক্তি হয়ে যায়। কারণ, এপ্রিল পেরোলে বিএস-৬ ছাড়া কোনও গাড়ি নথিভুক্ত হবে না। আবার দু’চাকার বিএস-৪ গাড়িও তড়িঘড়ি বেচতে অনেকে ছাড় দিয়েছে। তাই ফাডা বলছে, বাজারে স্বাভাবিক চাহিদা বৃদ্ধির ছবি এখনও চোখে পড়েনি। যাত্রী গাড়ির বিক্রি কমেছে ১.১৭%।