ফাইল চিত্র।
অনুৎপাদক সম্পদের বোঝা কমার পাশাপাশি শাখা সংস্থা বিক্রির টাকা হাতে আসার সুবাদে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মুনাফা প্রায় ছ’গুণ বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া গোষ্ঠী। দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্কটি দ্বিতীয় ত্রৈমাসিকে নিট মুনাফা করেছে ৩৩৭৫.৪০ কোটি টাকা। গত অর্থবর্ষের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৭৬.৪৬ কোটি। এ দিন বিএসইতে স্টেট ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে ৭.১৯%।
দ্বিতীয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মোট ঋণের তুলনায় মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ আগের বারের থেকে ২.৭৬% কমে দাঁড়িয়েছে ৭.১৯%। নিট হিসাবে তা ২.০৫% কমে হয়েছে ২.৭৯%। তাদের নতুন করে অনুৎপাদক সম্পদ সৃষ্টির পরিমাণ কমেছে উল্লেখযোগ্য ভাবে। এই সময়ে নতুন করে অনুৎপাদক সম্পদ তৈরি হয়েছে ৮৮০৫ কোটি টাকা। যা আগের বার ছিল ১০,৭২৫ কোটি।