মেয়েদের গাড়ি ঋণে সুদ কমাল এসবিআই

ঋণনীতির আগে সোমবারই মেয়েদের জন্য একটি প্রকল্পে গাড়ি ঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ‘হার ঘর হার কার’ নামের প্রকল্পে এই সুবিধা মিলবে। ঋণ পাওয়া যাবে বার্ষিক ১০ শতাংশ হারে। ‘হার ঘর’ প্রকল্পে যাঁরা গৃহঋণ নিয়েছেন, তাঁরাই এ বার এই কম সুদে গাড়ি ঋণ নিতে পারবেন। বাকিদের জন্য সুদ ১০.২৫ শতাংশই থাকছে বলে এসবিআই এক বিবৃতিতে জানিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:২৪
Share:

ঋণনীতির আগে সোমবারই মেয়েদের জন্য একটি প্রকল্পে গাড়ি ঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ‘হার ঘর হার কার’ নামের প্রকল্পে এই সুবিধা মিলবে। ঋণ পাওয়া যাবে বার্ষিক ১০ শতাংশ হারে। ‘হার ঘর’ প্রকল্পে যাঁরা গৃহঋণ নিয়েছেন, তাঁরাই এ বার এই কম সুদে গাড়ি ঋণ নিতে পারবেন। বাকিদের জন্য সুদ ১০.২৫ শতাংশই থাকছে বলে এসবিআই এক বিবৃতিতে জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement