হিসেবের খাতা পরিষ্কার করতে প্রায় ১,২৪৫ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রি করতে চায় স্টেট ব্যাঙ্ক (এসবিআই) এবং ইউকো ব্যাঙ্ক। এ জন্য বিভিন্ন ব্যাঙ্ক, ঋণ পুনর্গঠন সংস্থা, আর্থিক সংস্থা এবং ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে তারা।
এর মধ্যে স্টেট ব্যাঙ্ক বিক্রি করবে জেনিথ বিড়লা এবং সোনা অ্যালয়েজের ঋণ। যার অঙ্ক যথাক্রমে ১৩৯.৩৬ কোটি টাকা এবং ৬৪৭.৬৪ কোটি টাকা। আর ইউকো ব্যাঙ্ক বেচবে আরও ১৩টি অ্যাকাউন্টে ৪৫৭.৯৮ কোটি টাকার ঋণ। আবেদন জমার শেষ দিন সোমবার। আর তা ই-নিলাম হবে ২৩ মার্চ।
এর আগে গত সপ্তাহেই সিম্ভাওলি সুগারস-সহ ১৫টি অনুৎপাদক অ্যাকাউন্ট বিক্রির জন্য আগ্রহপত্র চেয়েছিল এসবিআই। সব মিলিয়ে এই অ্যাকাউন্টগুলিতে বকেয়া ঋণের অঙ্ক ৯৮৮ কোটি টাকার বেশি। এর মধ্যে শুধু সিম্ভাওলিরই বকেয়া রয়েছে ১৫৮.৫৭ কোটি টাকা। অভিযোগ, এমনকী ঋণ নেওয়ার সময়ে কোনও বন্ধকও জমা দেয়নি সংস্থা। এ ছাড়াও ইউনাইটেড ব্যাঙ্কও ঋণ বিক্রির কথা জানিয়েছিল। দু’টি ব্যাঙ্ক মিলিয়ে সেই অঙ্ক ছিল ১৬,৩৪৯ কোটি।
প্রসঙ্গত, ডিসেম্বর পর্যন্ত দেশের সব ব্যাঙ্কে অনুৎপাদক সম্পদ প্রায় ৮.৪১ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে বলে সম্প্রতি লোকসভায় জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্ল। আর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্বেচ্ছায় ঋণখেলাপির সংখ্যা ১.৭% বেড়ে দাঁড়িয়েছে ৯,০৬৩-তে। এই ঋণখেলাপিদের বকেয়ার অঙ্ক প্রায় ১,১০,০৫০ কোটি টাকা। এই অবস্থায় এখন অনাদায়ী ঋণ বিক্রি করেই নিজেদের হিসেবের খাতা পরিষ্কারের কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।