লগ্নির গন্তব্য হিসেবে ভারতকে অনেক দিন ধরেই পাখির চোখ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সৌদি অ্যারামকো। মহারাষ্ট্রের রত্নগিরিতে শোধনাগার তৈরির জন্যও গত বছর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সঙ্গে চুক্তি করেছিল তারা। বিভিন্ন কারণে সেই প্রকল্পে দেরি হচ্ছে। ফলে এ বার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ে লগ্নির মাধ্যমে এ দেশে পা রাখতে চাইছে অ্যারামকো। সূত্রের খবর, মুকেশ অম্বানীর সংস্থার তেল শোধন ও পেট্রোকেমিক্যাল ব্যবসার অংশীদারির একাংশ হাতে নিতে কথা শুরু করেছে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা। যদিও সংশ্লিষ্ট দু’পক্ষের কেউই এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্রের খবর, রিলায়্যান্সে ১,০০০-১,৫০০ কোটি ডলার ঢালতে চায় অ্যারামকো। নিতে চায় শোধনাগার ও পেট্রোকেমিক্যাল ব্যবসার ২৫% পর্যন্ত অংশীদারি। গুজরাতের জামনগর শোধনাগারের ক্ষমতা বাড়ানোর জন্য পুঁজি খুঁজছে রিলায়্যান্স। অন্য দিকে, বিভিন্ন দেশের সংস্থায় লগ্নির জন্য চুক্তি করছে অ্যারামকো। একই পথে ভারতেও পা রাখতে চায় তারা।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ভারতে এসেছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। জানিয়েছিলেন, দু’বছরে ভারতে ১০,০০০ কোটি ডলার লগ্নি করতে চান তাঁরা। এ দেশে পেট্রল পাম্প খুলতেও আগ্রহী সৌদি আরব। অনেকের মতে, তেলের চাহিদা বৃদ্ধির নিরিখে চিনকেও টেক্কা দিচ্ছে ভারত। ফলে এখানে রিয়াধের লগ্নি করতে চাওয়া স্বাভাবিক।