অ্যারামকো চায় শোধনাগারে শেয়ার

ভারতের বাজারেই চোখ তেল দৈত্যের

অতিরিক্ত আমদানি নির্ভরতা কমাতে পাঁচ বছরের মধ্যে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রাজাপুরের কাছে বাবুলওয়াড়িতে দেশের বৃহত্তম তেল শোধনাগার ও পেট্রো-রসায়ন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৩
Share:

জোট বেঁধে: ভারত সফরে এসে কথা হয়েছে মোদীর সঙ্গেও। শুক্রবার সৌদি তেলমন্ত্রী খলিদ অল ফলিল। ছবি: পিটিআই।

শুধু মহারাষ্ট্রে প্রস্তাবিত ভারতের বৃহত্তম তেল শোধনাগারেই নয়। এ দেশের আরও বেশ কিছু শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পেও অংশীদারি নিয়ে তাতে সামিল হতে চায় তেল বহুজাতিক সৌদি অ্যারামকো। ভারত সফরে এসে শনিবার এ কথা জানালেন সৌদি তেলমন্ত্রী খলিদ অল ফলি। ইঙ্গিত দিলেন, পেট্রোল পাম্প খোলা নিয়ে ভাবনাচিন্তার বিষয়েও।

Advertisement

অতিরিক্ত আমদানি নির্ভরতা কমাতে পাঁচ বছরের মধ্যে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রাজাপুরের কাছে বাবুলওয়াড়িতে দেশের বৃহত্তম তেল শোধনাগার ও পেট্রো-রসায়ন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে সম্ভাব্য বিনিয়োগের অঙ্ক ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। যৌথ ভাবে তা তৈরি করবে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। বছরে ৬ কোটি টন উৎপাদন ক্ষমতার এই শোধনাগারে অংশীদারি নিতেই আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের ‘তেল দৈত্য’ অ্যারামকো। সংশ্লিষ্ট মহলের মতে, এখন অ্যারামকোর ইগল-দৃষ্টি ভারতের বাজারের উপরেই।

তেল দৈত্য

Advertisement

• সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংস্থা সৌদি অ্যারামকো

• অশোধিত তেল উৎপাদন ও শোধনে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা

• বছরে ব্যবসার অঙ্ক ৩৭,৮০০ কোটি ডলার (প্রায় ২৪ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা)

• বিশ্ব জুড়ে ব্যবসা। কর্মী সংখ্যা ৬৫ হাজারের বেশি

• সারা দুনিয়ায় তোলা প্রতি আট ব্যারেল অশোধিত তেলের মধ্যে এক ব্যারেল আসে শুধু এদের ভাঁড়ার থেকেই

• প্রতিদিন গড় অশোধিত তেল উত্তোলনের পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ব্যারেল

• সঙ্গে ভাঁড়ারে মজুত ২৯.৮৭ কোটি ঘন ফুট প্রাকৃতিক গ্যাসও

• আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর, চিন, মিশর, জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়ার পরে ভারতেও পুরোদস্তুর শাখা খুলেছে তারা

এ দিন ফলি জানান, মহারাষ্ট্রে প্রস্তাবিত শোধনাগারে অংশীদারি নিতে কথাবার্তা শুরুর জন্য ইতিমধ্যেই দিল্লির সঙ্গে চুক্তি সই করেছেন তাঁরা। মহারাষ্ট্রের ওই প্রকল্প এবং অন্ধ্রপ্রদেশের পেট্রোকেম কমপ্লেক্সে অংশীদারির বিষয়ে সৌদি আরবের সঙ্গে যে কথা হয়েছে, গত কাল সে কথা জানান ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। সেই সঙ্গে ফলি জানান, এ দেশের আরও কিছু শোধনাগারেও অংশীদারি নিতে তাঁরা আগ্রহী।

এ দেশে নিশানা

• মহারাষ্ট্রের রত্নগিরিতে ১.৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম তেল শোধনাগার ও পেট্রো-রসায়ন কেন্দ্র গড়তে চায় ভারত। সেখানে অংশীদারি নিতে আগ্রহী অ্যারামকো

• তা নিয়ে কথা শুরুর জন্য চুক্তি সারা ইতিমধ্যেই

• আগ্রহী এ দেশে অন্যান্য শোধনাগারে অংশীদারি নেওয়া এবং পেট্রোল পাম্প খোলাতেও

• এর আগে অবশ্য ভাতিন্ডা এবং পারাদীপ শোধনাগারের জন্য প্রাথমিক ভাবে আগ্রহ দেখিয়েও পরে পিছিয়ে গিয়েছিল তারা

বিশ্বে জ্বালানি তেলের চাহিদা সবচেয়ে দ্রুত বাড়ছে ভারতে। টেক্কা দিচ্ছে চিনকেও। এই লোভনীয় বাজার ধরতে তাই শোধনাগারে অংশীদারি নেওয়ার পাশাপাশি পেট্রোল পাম্প খোলার কথাও ভাবছে অ্যারামকো। এখন পেট্রোল-ডিজেলের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে কেন্দ্র। সেই সুবিধা নিয়ে এ দেশে পাম্প খুলতে আগ্রহী বিপি, রসনেফ্টের মতো সংস্থা। সেই দৌড়ে যে অ্যারামকোও রয়েছে, তা এ দিন ফলির কথায় স্পষ্ট। তিনি বলেন, অবশ্যই তাঁরা ওই বাজারে পা রাখতে আগ্রহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement