জুলাইয়ে বাড়ল যাত্রী গাড়ি বিক্রি

গাড়ি শিল্পকে খানিকটা স্বস্তি দিয়ে জুলাইয়ে বাড়ল যাত্রী গাড়ির (প্যাসেঞ্জার কার) বিক্রি। বুধবার গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের হিসেব, আগের বছরের একই সময়ের তুলনায় এ বার তা বেড়েছে ৯.৬২%।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ০৩:২৬
Share:

গাড়ি শিল্পকে খানিকটা স্বস্তি দিয়ে জুলাইয়ে বাড়ল যাত্রী গাড়ির (প্যাসেঞ্জার কার) বিক্রি। বুধবার গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের হিসেব, আগের বছরের একই সময়ের তুলনায় এ বার তা বেড়েছে ৯.৬২%।

Advertisement

যাত্রী গাড়ি, কেজো যাত্রী গাড়ি (ইউভি) ও ভ্যান ধরে সার্বিক ভাবে যাত্রী যানের বিক্রিও ১৬.৭৮% বেড়েছে জুলাইয়ে। যার মূল কারণ, বাজারে নতুন ধরনের ইউভি-র চাহিদা তৈরি। গত মাসে ওই সব গাড়ির বিক্রি বেড়ে গিয়েছে প্রায় ৪১.৮৫%। সিয়ামের ডিডিজি সুগত সেন বলেন, ‘‘ভাল বর্ষা, সপ্তম বেতন কমিশন ইত্যাদিও গাড়ির চাহিদা বাড়ার কারণ।’’

গ্রামীণ এলাকায় কিছুটা উন্নতির হাত ধরে বিক্রি বেড়েছে দু’চাকার গাড়িরও (১৩.৫২%)। স্কুটারের প্রায় ১৭%, মোটরসাইকেল প্রায় ১১%।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement