টানা পড়ে চলেছে টাকার দাম। শেয়ারের পাশাপাশি বৃহস্পতিবার পতন হয়েছে টাকার দামেও। লেনদেন শুরু কিছুক্ষনের মধ্যেই ডলারের সাপেক্ষে টাকার দাম ১০ পয়সা পড়ে যায়। উল্লেখ্য, আগের দিনও টাকার দাম পড়েছিল ২২ পয়সা।
শেয়ার বাজারের পতনই টাকার দাম কমার অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এই দিন ভারতে সেনসেক্স পড়ে গিয়েছে প্রায় ৫০০ পয়েন্ট।
সাধারণত বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে শেয়ার বিক্রি করে যে টাকা পায়, তা ডলারে পরিণত করেই বিদেশে পাঠায়। এর ফলে বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়। টকার অঙ্কে বাড়ে তার দামও। বর্তমানে ওই সব বিদেশি লগ্নিকারী সংস্থা ভারতের বাজারে টানা শেয়ার বিক্রি করে চলেছে। যার বিরূপ প্রভাব টাকার দামে পড়েছে বলে বিদেশি মুদ্রার বাজার সূত্রের খবর।