ডলারের সাপেক্ষে টাকার দামে রেকর্ড পতন

শুক্রবারই সংসদে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা। তার প্রভাবও বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ২১:৪২
Share:

প্রতীকী ছবি

ডলারের সাপেক্ষে রেকর্ড কমল টাকার দাম। বুধবার বাজার শেষের সময় ডলার প্রতি টাকার দাম দাঁড়ায় ৬৯ টাকা ৫ পয়সা। শেষ কদিন ধরেই কমছিল টাকার মূল্য। বৃহস্পতিবারও টাকার দাম কমে রেকর্ড ৪৩ পয়সা। এর আগে টাকার দাম কমলেও বাজার বন্ধের সময়ে তা কখনও ৬৯ টাকা ছাড়ায়নি।

Advertisement

এর আগে ২৮ জুন বাজার চলাকালীন টাকার মূল্য কমে দাঁড়িয়েছিল ৬৯ টাকা দশ পয়সা। কিন্তু শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় তা ঘুরে দাঁড়ায়। তাই এই পতন নয়া রেকর্ড।

মার্কিন ফেডারেল রিজার্ভের কিছু নয়া সিদ্ধান্তে বৃহস্পতিবার সারা পৃথিবী জুড়েই বাড়ে মার্কিন ডলারের চাহিদা।পাশাপাশি শুক্রবারই সংসদে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা। তার প্রভাবও বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া চিন-আমেরিকা বাণিজ্য সম্পর্কে জটিলতার কারণেও বিনিয়োগকারীরা বাজার নিয়ে একটু সন্দিহান। যে কারণে ভারত ছাড়া এশিয়ার অন্যান্য দেশগুলিতেও কমেছে তাঁদের নিজস্ব মুদ্রার দাম।


আরও পড়ুন: ইউরোপে রেকর্ড জরিমানা গুগ্‌লের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement