—প্রতিনিধিত্বমূলক ছবি।
সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া স্পেকট্রাম ফি, জরিমানা এবং এই দুইয়ের উপরে সুদ (এজিআর) মিলিয়ে কেন্দ্রের কাছে ১.৪৭ লক্ষ কোটি টাকা দেনা তৈরি হয়েছে টেলিকম সংস্থাগুলির। সোমবার বাজারে খবর ছড়ায়, বাজেটে এর মধ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকা মকুব করতে পারে কেন্দ্র। এর পরেই ভোডাফোন আইডিয়া (ভি), ভারতী এয়ারটেল এবং টাটা টেলিসার্ভিসেসের শেয়ার দর অনেকটা উঠেছে।
এজিআর বাবদ এই বিপুল বকেয়ার মধ্যে ভি-এর ৮৫,০০০ কোটি, এয়ারটেলের ৪৫,০০০ কোটি এবং টাটা টেলিসার্ভিসের প্রায় ২০,০০০ কোটি টাকা। সংস্থাগুলি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল, তাদের পক্ষে এই পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, বকেয়ার আসল অঙ্কের উপরে যে সুদ জমা হয়েছে তার ৫০% এবং জরিমানা ও তার সুদ বাবদ বকেয়ার পুরোটা মকুব করার কথা ভাবছে কেন্দ্র। সে ক্ষেত্রে মোট প্রায় ১ লক্ষ কোটি টাকার সুরাহা হবে সংস্থাগুলির। ভি-এর ৫২,০০০ কোটি টাকা মকুব হতে পারে, এয়ারটেলের ৩২,০০০-৩৫,০০০ কোটি এবং টাটা টেলিসার্ভিসের প্রায় ২০,০০০ কোটি। টেলিকম ক্ষেত্রের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ করলে সরকারের ঘরে রাজস্ব কম আসবে ঠিকই, কিন্তু টেলিকম শিল্প আর্থিক ভাবে অনেকটা চাঙ্গা হবে।
এ দিন ভি-এর শেয়ার দর ৯.৯৫% বেড়েছে। দাম বেড়েছে এয়ারটেল এবং টাটা টেলিসার্ভিসেরও।