—প্রতীকী চিত্র।
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ। কিন্তু কর পোর্টালের সমস্যায় অনেকে এই কাজ সারতে পারেননি বলে অভিযোগ উঠেছে। কিছু রাজ্যে বাধা হয়েছে বন্যা, ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ। তাই প্রত্যক্ষ কর পর্ষদের কাছে রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ অগস্ট করার দাবি জানিয়েছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। এ দিকে রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্র জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬ কোটি রিটার্ন জমা পড়েছে। তার ৭০% নতুন কর কাঠামোয়। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য জমা পড়েছিল ৮.৬১ কোটি রিটার্ন।
অল ইন্ডিয়া ফেডারেশন অব ট্যাক্স প্র্যাক্টিশনার্সের সভাপতি নারায়ণ জৈন বলেন, “বন্যা, ধসের কবলে পড়া রাজ্যের করদাতাদের আজকের মধ্যে রিটার্ন জমা কঠিন। তাই তা ৩১ অগস্ট করতে চিঠি দিয়েছি পর্ষদকে।’’ একই আর্জি ডিরেক্ট ট্যাক্স রিপ্রেজ়েন্টেশন কমিটির চেয়ারম্যান এস এম সুরানার। আয়কর বিশেষজ্ঞ রাজীব নাগের দাবি, সরকারি পোর্টালের সমস্যা প্রায় তিন বছর ধরে ভোগাচ্ছে। গত এক মাসে তা চরমে উঠেছে। বারাসত ট্যাক্স অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উত্তম গঙ্গোপাধ্যায় জানান, “বহু ক্ষেত্রে একটি রিটার্ন দিতেই ২ ঘণ্টার বদলে ১০ ঘণ্টা লাগছে। ট্যাক্স অ্যাডভোকেট্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল কর পর্ষদ ও অর্থমন্ত্রীকে চিঠি দিলেও কোনও লাভ হয়নি।’’