Swiss Bank

কমেছে ভারতীয়দের গচ্ছিত টাকা, রিপোর্ট সুইস ব্যাঙ্কের

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে সুইস ব্যাঙ্কগুলিতে বিদেশিদের জমানো টাকার পরিমাণ বেড়েছে ১.৪২ ট্রিলিয়ন ফ্রাঁ বা ৯৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি। সেখানে ভারতীয়দের টাকার অঙ্কে রেকর্ড পতন হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১৬:২০
Share:

ভারতীয়দের গচ্ছিত টাকা কমছে সুইস ব্যাঙ্কে। ছবি:রয়টার্স।

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমানো টাকার পরিমাণ কমল। এমনই তথ্য দিয়েছে সুইস ন্যাশনাল ব্যাঙ্ক। ওই ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ১৯৮৭ সালের পর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ কমে গিয়েছে। ২০১৬ সালের হিসেবে এই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৭৬ মিলিয়ন সুইস ফ্রাঁর কাছাকাছি। ভারতীয় টাকায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন: জিএসটি কী? সস্তা হবে নিত্যপ্রয়োজনীয় পণ্য?

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে সুইস ব্যাঙ্কগুলিতে বিদেশিদের জমানো টাকার পরিমাণ বেড়েছে ১.৪২ ট্রিলিয়ন ফ্রাঁ বা ৯৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি। সেখানে ভারতীয়দের টাকার অঙ্কে রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবারই সুইস ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে, ভারতীয়রা ইদানীং সুইস ব্যাঙ্কে অনেকের থেকেই কম টাকা রাখছেন। ২০১৬ সালে ভারতীয়দের জমা পড়া টাকার রিপোর্ট অনুযায়ী, সরাসরি গ্রাহকদের মাধ্যমে মোট ৩৭৭ মিলিয়ন সুইস ফ্রাঁ জমা পড়েছে ব্যাঙ্কগুলিতে। অন্যান্য ব্যাঙ্কের মাধ্যমে জমা পড়েছে প্রায় ৯৮ মিলিয়ন সুইস ফ্রাঁ। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অস্থায়ী সম্পত্তির হিসেবে এই পরিমাণ প্রায় ১৯০ মিলিয়ন সুইস ফ্রাঁর কাছাকাছি। উল্লেখ্য, ২০০৬ সালের শেষের দিকে সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের গচ্ছিত সম্পত্তির পরিমাণ প্রায় ৬.৫ বিলিয়ন সুইস ফ্রাঁ বৃদ্ধি পেয়েছিল। ভারতীয় টাকার হিসেবে প্রায় ২৩ হাজার কোটি টাকা। তারপর এই প্রথম এত বিশাল অঙ্কে টাকার পরিমাণ কমল।

Advertisement

গ্রাহকদের অ্যাকাউন্টের গোপনীয়তা বজায় রাখায় সুইস ব্যাঙ্কগুলি প্রায় কিংবদন্তি। ক্ষমতায় আসার পর জেনিভায় সুইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদী। আলোচনা করেন করফাঁকি দিয়ে সুইস ব্যাঙ্কে লুকিয়ে রাখা টাকার তথ্য পাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও। নিজে থেকেই তথ্য দেওয়া (অটোম্যাটিক এক্সচেঞ্জ অব ইনফর্মেশন) সংক্রান্ত চুক্তিও হয় দু’দেশের মধ্যে। এই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে সুইস ব্যাঙ্কে ভারতীয়রা যে-সব অ্যাকাউন্ট খুলবেন, সেগুলিতে লেনদেনের তথ্য সরাসরি হাতে পাবে ভারত। প্রথম বার তথ্য মিলবে ২০১৯-এর সেপ্টেম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement