অতিমারির জোড়া ধাক্কায় যখন ভারত ও সারা বিশ্বের অর্থনীতি জুবুথুবু, তখনই গুগল, ফেসবুকের মতো সংস্থাকে জিয়ো প্ল্যাটফর্মের অংশীদারি বিক্রি করে ১.২৫ লক্ষ কোটি টাকা ঘরে তুলেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। আবার পাশাপাশি পা রেখেছে বিকল্প বিদ্যুৎ ক্ষেত্রে। এখন করোনার তৃতীয় ঢেউ যখন বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, তখন আমেরিকার নিউ ইয়র্কের প্রথম সারির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল অধিগ্রহণের কথা ঘোষণা করল মুকেশ অম্বানীর সংস্থা। ২০০৩ সালে তৈরি হওয়া হোটেলটি কলম্বাস সার্কলে অবস্থিত। গত এপ্রিলে ব্রিটেনের স্টোক পার্ক হোটেল অধিগ্রহণ করেছিল রিলায়্যান্স।
শনিবার ভারতের শেয়ার বাজারগুলিকে রিলায়্যান্স জানিয়েছে, ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭% অংশীদারি কলম্বাস সেন্টার কর্পোরেশনের থেকে কিনবে তারা। শাখা সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংসের মাধ্যমে খরচ করবে ৯.৮২ কোটি ডলার (প্রায় ৭৩০ কোটি টাকা)। বাকি অংশীদারেরা অংশগ্রহণ করতে চাইলে তাদের ২৬.৬৩% শেয়ারও কিনে নিতে তৈরি রিলায়্যান্স। তবে এই সমস্ত লেনদেনের আগে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রকের অনুমতি লাগবে। এর বাইরেও ওবেরয় হোটেলসে রিলায়্যান্সের অংশীদারি রয়েছে। মুম্বইয়ে তৈরি করছে কনভেনশন সেন্টার। হোটেল ও আতিথেয়তা শিল্পে নিজেদের ভিত আরও শক্ত করার পথে এগোচ্ছে তারা।
এ দিকে টেলিকম ক্ষেত্রের উপদেষ্টা সংস্থা সিএলএসএ-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের খবর, এ বছরই বাজারে প্রথম শেয়ার (আইপিও) আনতে পারে রিলায়্যান্স জিয়ো।