Reliance

এবার ‘লার্জ স্ক্রিন স্মার্ট ফোন’ বাজারে আনতে চলেছে রিলায়েন্স জিও?

নতুন বছরের আগেই আবার দারুণ খবর নিয়ে এল বর্তমানে ভারতীয় টেলিকমের ‘কিং’। এ বারে রিলায়েন্স জিও বাজারে আনতে চলেছে সাধ্যের মধ্যে বড় স্ক্রিনের স্মার্টফোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৭
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

টেলিকম জগতে বিপ্লব এনে দিয়েছে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও। নতুন বছরের আগেই আবার দারুণ খবর নিয়ে এল বর্তমানে ভারতীয় টেলিকমের ‘কিং’। এ বারে রিলায়েন্স জিও বাজারে আনতে চলেছে সাধ্যের মধ্যে বড় স্ক্রিনের স্মার্টফোন। আরও বেশিসংখ্যক ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাওয়ার জন্যই জিওর এই পদক্ষেপ বলে জানা গেছে একটি সূত্রে।

Advertisement

বেশি দামের ফোর-জি স্মার্টফোন এখনও যাঁদের আয়ত্তের বাইরে, বিশেষত তাদের কাছে টানতেই এই পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও-র বিপণন বিভাগের প্রধান সুনীল দত্ত জানান, এ বার থেকে নিয়মিতই গ্রাহক এবং ব্যবহারকারীদের জন্য ‘সু-সংবাদ’ নিয়ে আসতে চেষ্টা করবেন তাঁরা। এর আগে কম দামের ‘জিও ফোন’-এ হাই স্পিড ইন্টারনেট পরিষেবা নিয়ে এসে বাজারে জাঁকিয়ে বসেছিল জিয়ো। সুতরাং জিয়োর লার্জ স্ক্রিন স্মার্টফোন নিয়ে উৎসাহ যে বাড়বে, তা বলাই যায়।

এই স্মার্ট ফোন তৈরির জন্য আমেরিকার একটি সংস্থার সঙ্গেও কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে জিও-র সূত্রে। যদিও কবে নাগাদ এই ফোন বাজারে আসবে সে সম্বন্ধে এখনও কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন: যত কাণ্ড কেব্‌ল টিভিতে, ক্ষুব্ধ গ্রাহক, বিভ্রান্তি তুঙ্গে

আরও পড়ুন: ভাঁড়ার ভাগ কমিটির মাথায় বিমল জালান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement