Jio

রেকর্ড সংখ্যক গ্রাহক নিয়ে প্রথম স্থানে উঠে এল জিয়ো

রিলায়্যান্স জিয়ো সম্প্রতি পিছনে ফেলে দিয়েছে ভারতী এয়ারটেল,ভোডাফোন-আইডিয়ার মতো বহু পোড় খাওয়া টেলিকম কোম্পানিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৭:০২
Share:

গ্রাহক সংখ্যার ভিত্তিতে মুকেশ অম্বানীর জিয়োই এখন ভারতের বাজারে শীর্ষে। ছবি: পিটিআই।

ভারতীয় টেলিকম পরিষেবার দুনিয়া পা রাখার পর থেকেই একের পর এক চমক দিয়েছে জিয়ো। বাজারে আসার তিন বছরের মাথায় রিলায়্যান্স জিয়ো এখন টেলিকম কোম্পানিগুলির মধ্যে শীর্ষস্থানে। রিলায়্যান্স জিয়ো সম্প্রতি পিছনে ফেলে দিয়েছে ভারতী এয়ারটেল,ভোডাফোন-আইডিয়ার মতো বহু পোড় খাওয়া টেলিকম কোম্পানিকে।

Advertisement

চলতি বছরের জুন মাসে জিয়োর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ১৩ লক্ষে। অন্য দিকে নজিরবিহীন ভাবে কমেছে ভোডাফোন-আইডিয়ার গ্রাহক সংখ্যা। চলতি বছরের মার্চে তাদের গ্রাহক সংখ্যা ছিল ৩৩ কোটি ৪১ লক্ষ। জুনে তা দাঁড়িয়েছে ৩২ কোটিতে।

আরও পড়ুন: এই সব কারণে আয়কর নোটিস পেতে পারেন আপনিও, কী করবেন জেনে নিন

Advertisement

আরও পড়ুন: সাত হাজারের নীচে নয়া স্মার্টফোন আনলো ভিভো, দেখে নিন ফিচারর্স

টেলিকম রেগুলেটরি অব ইন্ডিয়া (ট্রাই)-র রিপোর্ট অনুযায়ী, ২০১৯-এর মে মাসেই ভারতী এয়ারটেলকে পিছনে ফেলে জিয়োই এখন ভারতের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর। মার্কেট শেয়ারিংয়ের ভিত্তিতেভারতী এয়ারটেলের গ্রাহক ২৭.৬ শতাংশ। সেখানে জিয়োর ২৭.৮০ শতাংশ গ্রাহকশেয়ারিং।

সম্প্রতি ভোডাফোন-আইডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গ্রাহক সংখ্যা চলতি অর্থবর্ষের জুন মাসথেকে কমতে শুরু করেছে। কারণ হিসাবে তারা ভ্যালিডিটি প্ল্যানের নানান জটিলতাকে দায়ী করেছে।

ভারতী এয়ারটেল এবং ভোডাফোন এর আগে ট্রাইয়ের কাছে নালিশ জানিয়েছিল জিয়োর প্ল্যান নিয়ে। ফলে প্ল্যানে কিছু রদবদল করতে হয় রিলায়্যান্স জিয়োকে। তার পরেও গ্রাহকসংখ্যা বেড়েই চলেছে মুকেশ অম্বানীর জিয়োর।

কিছুদিন আগেই জিয়োকে রুখতে ভোডাফোন আর আইডিয়া দু’টি সংস্থা মিলে যায়। প্রায় ৪০ কোটি গ্রাহক নিয়ে ভোডাফোন-আইডিয়া সংস্থা ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করলেও, যত দিন এগিয়েছে ততই গ্রাহকসংখ্যা কমেছে তাদের। আর এ সবের মাঝেই ভারতের টেলিকম বাজারে শীর্ষ স্থানে উঠে এল রিলায়্যান্স জিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement