TRAI

এয়ারটেলকে সরিয়ে দুনম্বর টেলিকম সংস্থা হল জিয়ো

ভারতী এয়ারটেলকে সরিয়ে  দুনম্বর টেলিকম অপারেটর সংস্থা হল রিলায়েন্স জিয়‌ো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ২০:২১
Share:

ভারতী এয়ারটেলকে সরিয়ে  দুনম্বর টেলিকম অপারেটর সংস্থা হল রিলায়েন্স জিয়‌ো। ছবি- রয়টার্স

ভারতী এয়ারটেলকে সরিয়ে দুনম্বর টেলিকম অপারেটর সংস্থা হল রিলায়েন্স জিয়‌ো। ট্রাই-এর হিসাব অনুযায়ী, মে মাসের শেষে টেলিকম অপারেটর সংস্থা হিসেবে দু’নম্বরে রয়েছে ভারতী এয়ারটেল।

Advertisement

ট্রাই-এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, মে মাসের শেষে মতুন ৫ কোটি ৪১ লক্ষ ১০ হাজার ৮০০ গ্রাহক যুক্ত হয়েছেন জিয়োর নেটওয়ার্কে। যার ফলে জিয়োর বর্তমান গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৩০ লক্ষ। এই সময়ে এয়ারটেল তাদের গ্রাহক হারিয়েছে। বর্তমানে এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন-আইডিয়া। যাঁদের এই মুহূর্তে ৩৮ কোটি ৭৬ লক্ষ গ্রাহক রয়েছে।

ট্রাই আরও একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে, ৩১ মে,২০১৯ এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী প্রাইভেট টেলিকম অপারেটর সস্থাগুলির বাজারে মোট ৮৯.৭২ মার্কেট শেয়ার রয়েছে। সরকারি টেলিকম অপারেটর সস্থাগুলির যেমন বিএসএনএল ও এমটিএনএলের মার্কেট শেয়ার রয়েছে ১০.২৮।

Advertisement

আরও পড়ুন: রোটেটিং ক্যামেরা নিয়ে ভারতের বাজারে এল গ্যালাক্সি এ ৮০

বর্তমানে ভোডাফোন-আইডিয়ার বাজারে মার্কেট শেয়ার রয়েছে ৩৩.৩৬ শতাংশ। এরপর দু’নম্বর সংস্থা হিসেবে উঠে এসেছে রিলায়েন্স জিয়ো যাদের মার্কেট শেয়ার ২৭.৮০ শতাংশ। তিন নম্বরে রয়েছে এয়ারটেল যাদের মার্কেট শেয়ার রয়েছে ২৭.৫৮ শতাংশ। বিএসএনএলের মার্কেট শেয়ার মাত্র ৯.৯৮ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement