মুকেশ ও নীতা অম্বানী। ছবি: রয়টার্স।
চলতি বছরের মধ্যেই সারা দেশে ফোর-জি মোবাইল পরিষেবা চালু করবে রিলায়্যান্স জিও ইনফোকম। শুক্রবার বার্ষিক সাধারণ সভার মঞ্চে রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানীর ঘোষণা, তাঁদের পরিষেবা চালু হলে ৪,০০০ টাকার মধ্যে ফোর-জি স্মার্ট ফোন হাতে পাবেন গ্রাহক। মাসে খরচ পড়বে ৩০০-৫০০ টাকা। তাঁর কথায়, ‘‘১০-১৫ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট যে প্রযুক্তি ব্যবহার করতেন, এই খরচে তার সুবিধা পাবেন দেশের প্রত্যন্ত প্রান্তের মানুষও।’’ উৎসবের মরসুমে কলকাতা-সহ দেশের কয়েকটি বড় শহরে এই পরিষেবা চালুর কথা আগেই সংস্থা সূত্রে জানা গিয়েছিল।
২০১০ সালে ইনফোটেল ব্রডব্যান্ডকে কিনে টেলিকম ব্যবসায় ফের পা রাখলেও, এখনও পরিষেবা শুরু করেননি মুকেশ। কিন্তু গত ৫ বছরে পরিকাঠামো গড়তে বিপুল লগ্নি করেছেন তাঁরা। ফলে তার পর এ দিন মুকেশের এই ঘোষণা দেখে অনেকেই মনে করছেন, রিলায়্যান্স জিও এলে আগামী দিনে টেলিকম ক্ষেত্রে বহু সমীকরণ বদলে যেতে পারে। এ ছাড়া, পেট্রোল পাম্প খোলা, ই-কমার্স ইত্যাদিতে জোর দিয়েছেন মুকেশ। শেয়ারহোল্ডারদের একাংশ অবশ্য ক্ষুব্ধ দীর্ঘ দিন ডিভিডেন্ড বা বোনাস শেয়ার না-পাওয়ায়।