Reliance Industries

জোট বেঁধে পেট্রল পাম্পের ব্যবসায় রিলায়্যান্স-বিপি

এ দেশে তেল, গ্যাস, লুব্রিক্যান্ট ও পেট্রোকেমিক্যালস ক্ষেত্রে যুক্ত বিপি গোষ্ঠী তেলের খুচরো ব্যবসায় পা রাখার আগ্রহের কথা জানিয়েছিল আগেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১০ জুলাই ২০২০ ০৬:১১
Share:

প্রতীকী ছবি।

ভারতে তেলের খুচরো ব্যবসায় পা রাখার জন্য গত বছরই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছিল বহুজাতিক বিপি গোষ্ঠী। বৃহস্পতিবার ঘোষিত হল দুই গোষ্ঠীর যৌথ সংস্থা ‘রিলায়্যান্স বিপি মোবিলিটি’ (আরবিএমএল)। সংস্থাটি জিয়ো-বিপি ব্র্যান্ডের অধীনে জ্বালানি বিক্রি করবে। অতিমারির কঠিন সময়েও যে জিয়ো প্ল্যাটফর্মে ১১টি বিদেশি সংস্থার লগ্নি টেনে রিলায়্যান্সকে ঋণমুক্ত করেছেন কর্ণধার মুকেশ অম্বানী।

Advertisement

এ দেশে তেল, গ্যাস, লুব্রিক্যান্ট ও পেট্রোকেমিক্যালস ক্ষেত্রে যুক্ত বিপি গোষ্ঠী তেলের খুচরো ব্যবসায় পা রাখার আগ্রহের কথা জানিয়েছিল আগেই। সেই লক্ষ্যে রিলায়্যান্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে ১০০ কোটি ডলার লগ্নির কথা জানিয়েছিল তারা। যৌথ সংস্থাটিতে তাদের অংশীদারি ৪৯%, রিলায়্যান্সের ৫১%। আরবিএমএলের বক্তব্য, আগামী ২০ বছরে ভারতে যাত্রিবাহী গাড়ির সংখ্যা হবে এখনকার ছ’গুণ। ফলে তেলের বাজারের সর্বোচ্চ বৃদ্ধির হার হবে এ দেশেই। তারা আরও জানিয়েছে, রিলায়্যান্সের পেট্রল পাম্পে সংখ্যা ১৪০০। পাঁচ বছরে যৌথ সংস্থাটি তাকে ৫৫০০-এ নিয়ে যেতে চায়। ৩০টি থেকে পা রাখতে চায় ৪৫টি বিমানবন্দরেও। কর্মী সংখ্যা চার গুণ বেড়ে হবে ৮০,০০০। তারা জানাচ্ছে, নিয়ন্ত্রকের কাছ থেকে মিলেছে জ্বালানি পরিবহণের ছাড়পত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement