Digital Loan

RBI: ডিজিটাল ঋণে নিয়ন্ত্রণ শীঘ্রই

শক্তিকান্তের আশ্বাস, তাঁরা কোনওঅ্যাপ আরবিআইয়ের নথিভুক্ত হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০৬:৫৭
Share:

শক্তিকান্ত দাস।

ব্যবসায় ঝুঁকি নেওয়া হোক বা পুঁজি জোগাড়ের রাস্তা খোঁজা, কোনও ক্ষেত্রেই তাড়াহুড়ো না করার পরামর্শ দিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সেই সূত্রে সতর্ক করলেন বেআইনি অ্যাপের মাধ্যমে চটজলদি ধার পাওয়ার প্রলোভনে পা দেওয়া নিয়ে। তাঁর বার্তা, বহু বেআইনি অ্যাপ মারফত ঋণ নিতে গিয়ে হয়রানির শিকার হন মানুষ। এটা আটকাতে শীঘ্রই নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়বে আরবিআই। সংস্থাগুলির উদ্দেশে শক্তিকান্তের হুঁশিয়ারি, ঝুঁকি নিয়ে চটজলদি সাফল্য পাওয়ার চেষ্টায় নেমে বহু ব্যবসার হাল খারাপ হয়।

Advertisement

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আরবিআই গভর্নর বলেন, ‘‘ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তার মধ্যে অনেকগুলিরই স্বীকৃতি নেই। আরবিআইয়ে নথিভুক্ত নয়। বেআইনি। সেই সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা শীঘ্রই একটি সার্বিক নিয়ন্ত্রণ পরিকাঠামো গড়ব।’’

শক্তিকান্তের আশ্বাস, তাঁরা কোনওঅ্যাপ আরবিআইয়ের নথিভুক্ত হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেন। তাই অ্যাপ নথিভুক্ত কি না, তা গোড়াতেই যাচাই করা জরুরি। সেটা না হলে ও তার মাধ্যমে প্রতারিত হলে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা উচিত গ্রাহকের।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

চটজলদি লাভ এবং সাফল্যের খোঁজে সংস্থাকে অতিরিক্ত ঝুঁকি রাস্তায় না হাঁটার পরামর্শও দিয়েছেন শক্তিকান্ত। তাঁর দাবি, ব্যবসা করতে ঝুঁকি নিতে হয় ঠিকই। কিন্তু আগে সংস্থার সব দিক ভাল করে যাচাই করে নিতে হবে। যেমন, ব্যবসার তহবিল জোগাড়ের পদ্ধতি, সম্পদ ও দায়ের মধ্যে ফারাক ইত্যাদি। এই সব ক্ষেত্রে অসঙ্গত ব্যবসায়িক কৌশল রিজ়ার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে। তাঁর মতে, দীর্ঘ মেয়াদে ব্যবসা টিকিয়ে রাখার সব চেয়ে জরুরি হল ‘কর্পোরেট গভর্ন্যান্স।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement