Reserve Bank of India (RBI)

বন্ধকহীন ঋণে সুরাহা কৃষিতে, স্বস্তি কেন্দ্রেরও

গত কয়েক বছরে মোদী সরকারকে যে সমস্ত বিষয় অস্বস্তিতে ফেলেছে, সেগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে কৃষি। লোকসভা নির্বাচনে বিজেপির আসন প্রত্যাশার ধারেপাশে পৌঁছতে না পারার পিছনে কৃষক আন্দোলনকে অন্যতম কারণ বলে মনে করা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৯
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্ক। —ফাইল চিত্র।

চড়া মূল্যবৃদ্ধির বাজারে কৃষি ক্ষেত্রের কাঁচামালেরও নিস্তার মেলেনি। বাড়ছে সেগুলির দাম। তার বিরূপ প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ছোট চাষিদের উপরে। কৃষির বর্ধিত খরচ সামাল দিতে নাভিশ্বাস উঠছে তাঁদের। এই পরিস্থিতিতে বন্ধকহীন কৃষি ঋণের ঊর্ধ্বসীমা ১.৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আগামী ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ককে দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা তৈরি করতে বলেছে শীর্ষ ব্যাঙ্ক। যাতে শাখা স্তর থেকে তা দ্রুত কার্যকর করা যায়। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Advertisement

গত কয়েক বছরে মোদী সরকারকে যে সমস্ত বিষয় অস্বস্তিতে ফেলেছে, সেগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে কৃষি। লোকসভা নির্বাচনে বিজেপির আসন প্রত্যাশার ধারেপাশে পৌঁছতে না পারার পিছনে কৃষক আন্দোলনকে অন্যতম কারণ বলে মনে করা হয়। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই পরিস্থিতি অনেকটাই সামলে এনেছে কেন্দ্র। হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তার প্রমাণ। ঘটনাচক্রে শনিবার শস্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-সহ বিভিন্ন দাবিতে হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন কৃষকেরা। রাজধানীর সীমানায় তাঁদের থামিয়েছে পুলিশ। তা নিয়েও তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে শীর্ষ ব্যাঙ্কের সিদ্ধান্ত কেন্দ্রকেও উৎসাহিত করবে।

এ দিন কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘চাষের খরচ যখন বাড়ছে এমন সময়ে ঋণে আরও কিছুটা সুরাহা হল কৃষকদের। সবচেয়ে বেশি উপকৃত হবেন ৮৬% ছোট ও প্রান্তিক জমি মালিকেরা।’’ শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ, এই বাড়তি সুবিধার ব্যাপারে দ্রুত সচেতনতা বৃদ্ধির কাজ শুরু করতে হবে ব্যাঙ্কগুলিকে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এর ফলে কিসান ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও বেশি ঋণ নিতে সুবিধা হবে কৃষকদের। তাঁরা সুদে ভর্তুকির সুবিধাও আরও বেশি পাবেন।

Advertisement

এক ঝলকে

বন্ধকহীন কৃষি ঋণের ঊর্ধ্বসীমা বেড়ে ২ লক্ষ টাকা।

এখন ১.৬ লক্ষ।

আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর।

ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করতে বলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

শুরু করতে বলেছে প্রচার ও সচেতনতা বৃদ্ধির কাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement