ছবি পিটিআই।
অনুৎপাদক সম্পদ কম করে দেখানো-সহ বেশ কিছু নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্কের (পিএমসি) বিরুদ্ধে। আর সেই কারণ দেখিয়েই ছ’মাসের জন্য ওই ব্যাঙ্কের কাজে একগুচ্ছ বিধিনিষেধ চাপাল রিজার্ভ ব্যাঙ্ক। যার অন্যতম, গ্রাহকেরা এই ৬ মাস ব্যাঙ্কে তাঁদের অ্যাকাউন্ট থেকে মাথাপিছু ১,০০০ টাকার বেশি তুলতে পারবেন না। নিষেধাজ্ঞা বসেছে নতুন ঋণ বণ্টনেও। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রায় ১১,০০০ কোটি টাকার আমানত রয়েছে ওই ব্যাঙ্কে।
ঘটনা সামনে আসতেই এনসিপি-র তোপ, মোদী সরকারের ভুল আর্থিক নীতি এ জন্য দায়ী। তাদের দাবি, গ্রাহকের অর্থ যাতে খোয়া না যায়, তা নিশ্চিত করুক কেন্দ্র।
এ দিন আরবিআই এক বিবৃতিতে বলেছে, তাদের থেকে লিখিত সায় না নিয়ে নতুন ঋণ বণ্টন বা পুরনোটির নবীকরণ, লগ্নি বা আমানত গ্রহণের মতো কাজ করতে পারবে না পিএমসি। বিক্রি বা হস্তান্তর করতে পারবে না সম্পত্তিও। তবে লাইসেন্স বাতিল হচ্ছে না তাদের। উল্লেখ্য, অনিয়ম আঁচ করে ১০-১৫ দিন ধরে অভ্যন্তরীণ তদন্ত করেছিল ব্যাঙ্ক পর্ষদও।