মানা হচ্ছে না নিয়ম, উদ্বেগে শীর্ষ ব্যাঙ্ক

বুধবার তিনি বলেন, তথ্য বলছে বহু সংস্থাই এই নিয়ম মানছে না। এই অবস্থা বদলানো জরুরি।

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০৪:০২
Share:

ফাইল চিত্র।

ঋণে সুদ মেটাতে এক দিন দেরি হলেই ব্যাঙ্কগুলিকে তা জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তা সত্ত্বেও বহু সংস্থা সেই নিয়ম মানছে না বলে উদ্বেগ প্রকাশ করলেন শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন।

Advertisement

বুধবার তিনি বলেন, তথ্য বলছে বহু সংস্থাই এই নিয়ম মানছে না। এই অবস্থা বদলানো জরুরি। যদি নগদের অভাবে কোনও সংস্থা নির্দিষ্ট দিনে ঋণে সুদ মেটাতে না পারে, ব্যাঙ্কগুলিকে তা ঝুঁকি হিসেবেই দেখতে হবে এবং অবিলম্বে সেই মতো ব্যবস্থা নিতে হবে।

ফেব্রুয়ারিতে ঋণ খেলাপ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে শীর্ষ ব্যাঙ্ক। সম্প্রতি সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ পায়, নিয়ম বেশি কড়া বলে, তা শিথিল করতে চাপ দিচ্ছে কেন্দ্র। না হলে বহু ছোট, মাঝারি সংস্থাই দেউলিয়া আইনের আওতায় জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে যাবে বলে কেন্দ্রের আশঙ্কা।

Advertisement

বিশ্বনাথনের অবশ্য দাবি, কর্পোরেট বন্ড ছে়ড়ে বাজার থেকে টাকা তুলে, সেই টাকা সময়ে না মেটালে সংস্থাগুলিকে নিজের নিয়মেই ‘শাস্তি’ দেয় বাজার। কমে তাদের রেটিং, পরবর্তী কালে ধার পেতে সমস্যা হয়, বন্ডের প্রকৃত আয় (ইল্ড) বেড়ে যায়, এমনকী সংস্থার বিরুদ্ধে মামলাও করেন লগ্নিকারীরা। কিন্তু ব্যাঙ্ক থেকে ধার নিলে এখনও পর্যন্ত এই ধরনের কোনও ব্যবস্থা নেওয়া হয় না।

তাঁর মতে, ব্যাঙ্ক-ঋণ তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। বিশেষ করে বেশি অঙ্কের ধারের ক্ষেত্রে। তাই কোনও ঋণ যাতে অনুৎপাদক সম্পদে পরিণত না হয়, তা দেখার দায়িত্ব ব্যাঙ্ক ও সংস্থা, উভয়কেই নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement