—ফাইল চিত্র।
খুচরো বাজারের মূল্যবৃদ্ধিকে মাথা তুলতে না-দেওয়ার লক্ষ্যেই অটল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের গভর্নর হিসেবে শেষ বারের মতো লেখা বার্ষিক রিপোর্টের মুখবন্ধে আর একবার সে কথাই মনে করিয়ে দিয়েছেন রঘুরাম রাজন। সে ক্ষেত্রে সরকারের স্থির করা খুচরো মূল্যবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ শতাংশকেই পাখির চোখ করবে রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার প্রকাশিত এই রিপোর্টে চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য ৭.৬ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের বছর তা ছিল ৭.২ শতাংশ। তবে মূল্যবৃদ্ধির চাপ আর্থিক বৃদ্ধিকে টেনে নামাতে পারে বলে রিপোর্টে উল্লেখ করেছে আরবিআই।
প্রসঙ্গত, খুচরো বাজারের মূল্যবৃদ্ধি জুলাইয়ে ছুঁয়েছে ৬.০৭ শতাংশ, যা গত দু’বছরে সর্বোচ্চ। পাশাপাশি, পাইকারি মূল্যবৃদ্ধির হার ৩.৫৫ শতাংশ, যা গত ২৩ মাসে সবচেয়ে বেশি। এই পরিপ্রেক্ষিতেই গভর্নর হিসেবে তাঁর কাজের মেয়াদ আগামী ৪ সেপ্টেম্বর শেষ হওয়ার আগে ফের চড়া দর নিয়ে সাবধান করে দিলেন রাজন। তিনি বলেছেন, ‘‘এখন মূল্যবৃদ্ধি যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে তা নেমে না-এলে সুদ কমানোর পথে হাঁটা শক্ত। কারণ: যিনি সঞ্চয় করছেন তিনি চাইবেন সুদের হার মূল্যবৃদ্ধির চেয়ে বেশি থাকুক। শিল্পোদ্যোগী ও সাধারণ ঋণ গ্রহীতারা চাইবেন কম সুদে ধার পেতে। সব কিছুর মধ্যে ভারসাম্য রেখে তবেই সুদ ছাঁটাই করতে পারে আরবিআই।’’
বিদায়ী গভর্নর বার্ষিক রিপোর্টে যে -পথনির্দেশ দিয়েছেন, তার থেকে এই ইঙ্গিতই মিলেছে যে, তাঁর উত্তরসূরি উর্জিত পটেল রাজনের নীতিরই ধারাবাহিকতা বজায় রাখবেন। অর্থনীতি -বিদদের মধ্যে রয়টার্সের সমীক্ষাও সেই পূর্বাভাসই দিয়েছে।