ফাইল চিত্র।
মন্দা পার করে দেশের অর্থনীতি বৃদ্ধির গণ্ডিতে ফিরেছে। কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে আগেই। এ বার পিএমআই সূচক পরিষেবা ক্ষেত্রেও গতি ফেরার বার্তা দিল। ফেব্রুয়ারিতে ওই সূচক দাঁড়িয়েছে ৫৫.৩। যা গত এক বছরের সর্বোচ্চ। জানুয়ারিতে ৫২.৮ ছিল। তবে সমীক্ষকেরা জানিয়েছেন, উৎপাদন কিংবা পরিষেবা— কাজের বাজার চাঙ্গা হয়নি কোনও ক্ষেত্রেই। তার উপরে কাঁচামালের খরচ মাথা তোলায় সংস্থাগুলির সামগ্রিক খরচও বেড়েছে। উল্লেখ্য, পিএমআই সূচক ৫০-এর উপরে থাকা মানে বৃদ্ধি। ৫০-এর কম হলে সঙ্কোচনের ইঙ্গিত। এই নিয়ে পরিষেবা সূচক টানা পাঁচ মাস ৫০-এর উপরে থাকল।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের টুইট, ‘‘দেশে চাহিদা চাঙ্গা হওয়ায় টানা পাঁচ মাস বৃদ্ধি পেল পরিষেবা ক্ষেত্র। এখন তা গত এক বছরের সর্বোচ্চ।’’
সমীক্ষকেরা অবশ্য সতর্ক করে বলছেন, অতিমারি এবং ভ্রমণ বিধি পুরো শিথিল না-হওয়ায় আন্তর্জাতিক চাহিদা এখনও কম। যার বিরূপ প্রভাব পড়েছে পরিষেবা রফতানিতে। সমীক্ষায় বিভিন্ন সংস্থাই জানিয়েছে, বরাত এলেও সংক্রমণের ভয় না-কাটায় যথেষ্ট কর্মী নিয়োগ করতে সমস্যা হচ্ছে। ফলে কাজ কমেছে ফেব্রুয়ারিতেও। একই পরিস্থিতি উৎপাদন ক্ষেত্রে। তার উপরে জ্বালানির দাম এবং পরিবহণ খরচ বৃদ্ধির ফলে বেড়েছে কাঁচামালের সামগ্রিক খরচ। অনেক কিছুই বরাত বৃদ্ধি, করোনা বিধি শিথিল এবং প্রতিষেধক প্রয়োগের উপরে নির্ভর করছে বলে জানানো হয়েছে সমীক্ষায়। যদিও উৎপাদন ও পরিষেবা মিলিয়ে সূচক ৫৫.৮ থেকে বেড়ে ৫৭.৩ হয়েছে।