পরিকাঠামো শিল্পে আপাতত আশার আলো। অক্টোবরে উৎপাদন বাড়ল ৬.৬%। গত ছ’মাসে তা এত বেশি হারে বাড়েনি।
সরকারি পরিসংখ্যানে বুধবার এ কথা জানিয়ে বলা হয়েছে, ইস্পাত ও তেল শোধনাগারের উৎপাদন বাড়ার কারণেই পরিকাঠামো শিল্প এতটা এগিয়েছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরে এই হার ছিল ৫%, গত ২০১৫ সালের অক্টোবরে অনেকটাই কম, ৩.৮%। আটটি পরিকাঠামো শিল্পের এই তালিকায় রয়েছে কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, সার, ইস্পাত, সিমেন্ট, বিদ্যুৎ ও শোধনাগারের পণ্য। সার্বিক ভাবে শিল্পোন্নয়নের হার হিসেব করার ক্ষেত্রে পরিকাঠামোর গুরুত্ব ৩৮%। সেই কারণে, অক্টোবরে কল-কারখানার উৎপাদনও চাঙ্গা থাকবে বলে আশা করছে শিল্পমহল। এপ্রিল থেকে অক্টোবরের হিসেব ধরলে পরিকাঠামো শিল্পে উৎপাদন বেড়েছে ৪.৯% হারে। গত বছর একই সময়ে তা ছিল ২.৮ শতাংশ।
এ দিন প্রকাশিত অক্টোবরের পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে ইস্পাত উৎপাদন এক লাফে বেড়েছে ১৬.৯%। এক বছর আগে তা সরাসরি কমেছিল ৫.৫%। তেল শোধনাগারের উৎপাদনও বেড়েছে ১৫.১%। এ ক্ষেত্রেও গত অক্টোবরে উৎপাদন বাড়েনি। তা সহ্কুচিত হয়েচিল ৪.৪%। মূলত এই দুই শিল্পের উপর ভর করেই উজ্জ্বল হয়েছে অক্টোবরে পরিকাঠামো ক্ষেত্রের ছবি, জানাচ্ছে সরকারি সূত্র। পাশাপাশি, সারের উৎপাদন বেড়েছে ০.৮%, বিদ্যুৎ ২.৮%। গত বছর তা ছিল যথাক্রমে ১৬.৮% ও ১৩.৮%। কয়লা উৎপাদন অবশ্য অক্টোবরে সরাসরি কমেছে ১.৬%।