দামী, বিলাসবহুল গাড়ির প্রতি টান প্রায় সব মানুষেরই। মার্সিডিজ থেকে বিএমডব্লিউ, ফেরারি থেকে রেনল্ট— দামি গাড়ির রমরমা বিশ্বজুড়ে। কিন্তু এই গাড়িগুলি কি প্রথম থেকে একই রকম দেখতে ছিল? একেবারেই না। সময়ের সঙ্গে বিবর্তন ঘটেছে এই গাড়িগুলির। প্রথমে একটি করে মডেল দিয়ে সূত্রপাত হলেও এখন এরা প্রত্যেকেই একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডগুলোর হাজারো মডেল। এক নজরে দেখে নেওয়া যাক এই গাড়িগুলো প্রাথমিক অবস্থায় কিরকম দেখতে ছিল?
আরও পড়ুন- মাত্র ৮ মিনিটের বিমানযাত্রা চালু! তবে ৪৭ সেকেন্ডেরও আছে