—প্রতীকী ছবি।
টাকার দাম পড়েছে। বিশ্ব বাজারে বুধবার ফের একটু বেড়েছে অশোধিত তেলের দর। তবু আজ, বৃহস্পতিবার দেশে পেট্রল-ডিজেল সামান্য সস্তা হল। আইওসি জানিয়েছে, কলকাতায় আজ লিটার পিছু পেট্রল মিলবে ৮৪.৪৪ টাকায়। যা ২১ পয়সা কম। ডিজেলের দাম ৭৭.৪৩ টাকা। ১১ পয়সা কম। সংশ্লিষ্ট মহলের দাবি, মাঝখানে কিছু দিন আন্তর্জাতিক দুনিয়ায় তেলের দর খানিকটা নেমেছিল। এই দাম ছাঁটাই হয়তো তারই জের। আশার কথা, বুধবার ভারতীয় সময় রাতেও অশোধিত তেল ব্রেন্ট ক্রুডকে কিছুটা নামতে দেখা গিয়েছে। এ দিকে সংবাদ সংস্থার খবর, তেল আমদানির লম্বা বিল মেটাতে গিয়ে ওষ্ঠাগত কেন্দ্র এ বার তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেকের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওপেক কর্তার সঙ্গে বৈঠকে তেল ও গ্যাসের দামের ব্যাপারে তাঁদের আরও দায়িত্ববান হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বলেছেন, অশোধিত তেলের দাম বৃদ্ধির হারের সঙ্গে বাজারের মৌলিক উপাদানগুলির কোনও সাযুজ্য থাকছে না। ফলে তা ভারতের মতো তেল আমদানিকারী দেশগুলির স্বর্থে চূড়ান্ত আঘাত করছে।