Gold

ধনতেরসে সোনা কিনবেন? জেনে নিন হলুদ ধাতুর দর কত

সোনার দাম কমায় ধনতেরসের আগে অল্প হলেও হাসি ফুটেছে ক্রেতা ও বিক্রেতাদের মুখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৩:৫০
Share:

ছবি: সংগৃহীত।

২৯ অক্টোবর ধনতেরস বা ধনত্রয়োদশী। ‘ধন’ শব্দের অর্থ ধনসম্পত্তি এবং ‘তেরাস’ শব্দের উৎপত্তি ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ, ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব। শুরু হয়ে গিয়েছে ধনতেরসের সেই শুভ সময়। সকাল ১০টা ৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর বুধবার সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত থাকছে সোনা কেনার শুভ সময়। হিন্দু শাস্ত্রমতে ধন ত্রয়োদশী তিথিতে যে কোনও ধাতু ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। এই দিন ধাতু কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়।

Advertisement

উৎসবের মরসুমে বেড়েই চলেছে সোনার দাম। ২১ অক্টোবরই সর্বকালীন উচ্চতায় পৌঁছয় সোনার দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট হলুদ ধাতু বিক্রি হয়েছে ৮০ হাজার ৩৩০ টাকায়। তবে সেই দামে এই ক’দিনে বড়সড় হেরফের হয়নি। বৃহস্পতিবারের পর শুক্রবার সোনার দাম কিছুটা নেমেছে। তার ফলে ধনতেরসের আগে অল্প হলেও হাসি ফুটেছে ক্রেতা ও বিক্রেতাদের মুখে। ধনতেরসের বাজার হতাশ করবে না, আশা গয়না ব্যবসায়ীদের।

শুভ মুহূর্তে সোনা কেনার আগে জেনে নিন ধনতেরসে সোনার দর। ১০ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম ৭৫১০০ টাকা। ২৪ ক্যারাট পাকা ১০ গ্রাম সোনার দাম ৭৯,০০০ টাকা। শুধু সোনা নয়, ঘরে সমৃদ্ধি আনতে ধনতেরসে রুপো কেনার চল রয়েছে ভারতীয়দের মধ্যে। খুচরো রুপোর দাম বেড়েছে উৎসবের আগে। প্রতি কেজি হিসাবে ৯৯০০০ টাকা দরে বিক্রি হচ্ছে রুপো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement