Brent Crude

ব্রেন্ট নামল ৮১ ডলারে, ভারতে কি কমবে তেল

বিশ্ব বাজারে দুর্বল চাহিদার জেরে সস্তা হওয়া জ্বালানি দেশে রান্নার গ্যাসের দামেও ছাপ ফেলেনি। কলকাতায় এখনও একটি সিলিন্ডার কিনতে গৃহস্থকে গুনতে হচ্ছে ১০৭৯ টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ০৯:৩৯
Share:

প্রতীকী ছবি।

বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১০০ ডলারের নীচে নেমেছে বেশ কিছু দিন আগেই। চিনে কোভিড-নীতি বিরোধী বিক্ষোভের জেরে তা আরও পড়ল। চাহিদা আরও কমে যাওয়ার আশঙ্কায় প্রায় ১১ মাসের তলানিতে নেমে সোমবার ব্রেন্ট ক্রুড হল ৮১.৪৬ ডলার। আর এক ধরনের অশোধিত তেল ডব্লিউটিআই নামল ৭৪.৫১ ডলারে। তার পরেই দেশ জুড়ে প্রশ্ন, এ বার কি পেট্রল-ডিজ়েল কিছুটা অন্তত সস্তা হবে ভারতে?

Advertisement

প্রায় সাত মাস ধরে দেশে তেলের দর স্থির। কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রলের লিটার ১০৬.০৩ টাকা, ডিজ়েল ৯২.৭৬ টাকা। বিশ্ব বাজারে দুর্বল চাহিদার জেরে সস্তা হওয়া জ্বালানি দেশে রান্নার গ্যাসের দামেও ছাপ ফেলেনি। কলকাতায় এখনও একটি সিলিন্ডার কিনতে গৃহস্থকে গুনতে হচ্ছে ১০৭৯ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই চড়েছিল অশোধিত তেলের দাম। একটা সময় ব্রেন্ট ১৩৯ ডলার পেরোয়। এর আগে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির যুক্তি ছিল, চড়া দামে আমদানি করা তেল দেশে দাম না বাড়িয়ে বেচতে হয়েছে তাদের। যাতে মূল্যবৃদ্ধি আরও না চড়ে। সেই ক্ষতি না পুষিয়ে জ্বালানির দাম কমানো যাবে না। একই কথা বলে সরকারও। তবে বিরোধীরা বার বারই প্রশ্ন তুলছেন, চড়া জ্বালানির কারণে মাথা তোলা মূল্যবৃদ্ধি সব থেকে বেশি ধাক্কা দিয়েছে সাধারণ এবং স্বল্প রোজগেরে মানুষকে। তাই বিশ্ব বাজারে তেল-গ্যাসের দাম কমার সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না কেন? বিশেষত আন্তর্জাতিক দাম বাড়লে এতদিন যেহেতু গ্রাহকদের ঘাড়ে বোঝা চাপতে সময় লাগেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement