প্রতীকী ছবি।
অর্থনীতির নিয়ে আশঙ্কা বাড়িয়ে অর্থবর্ষের প্রথম তিন মাসে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫ শতাংশে। আর দেশে উৎপাদন শিল্পের অবস্থা যে কতটা খারাপ, তা ফের উঠে এল সমীক্ষায়। আইএইচএস মার্কিট ইন্ডিয়া জানাল, চাহিদা কমার জেরে অগস্টে ম্যানুফ্যাকচারিং পার্চেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) দাঁড়িয়েছে ৫১.৪। গত ১৫ মাসের মধ্যে সব চেয়ে কম। এর আগে জুলাইয়ে তা ছিল ৫২.৫। তবে এই নিয়ে টানা ২৫ মাস ৫০-এর উপরে থাকল এই সূচক। উল্লেখ্য, ওই সূচক ৫০-এর বেশি হওয়া মানে সংশ্লিষ্ট ক্ষেত্রে বৃদ্ধি। আর ওই মাত্রার থেকে কমার অর্থ ওই ক্ষেত্রে সঙ্কোচন।
আইএইচএস মার্কিটের মুখ্য অর্থনীতিবিদ পল্লিয়ান্না দে লিমার মতে, ভারত-সহ বিশ্ব বাজারে চাহিদা কমা এবং পাল্লা দিয়ে কাঁচামালের দাম বাড়ার (ন’মাসে সর্বাধিক) জেরে হাত গুটিয়ে দেশীয় সংস্থাগুলি। যার জের পড়েছে নতুন বরাত, কল-কারখানায় উৎপাদন ও কর্মসংস্থানের উপরে। বিশেষ করে অর্থনীতির গতি শ্লথ হওয়াও উৎপাদন শিল্পের উপরে চাপ বাড়িয়েছে বলে জানান তিনি। সমীক্ষায় নগদের সমস্যা ও ঋণ পেতে অসুবিধার কথাও জানিয়েছে বেশ কিছু সংস্থা। যদিও আগামী ১২ মাসে পরিস্থিতি বদলানো নিয়ে আশাবাদী তাদের মধ্যে বেশিরভাগই।
ভারত ছাড়া, অন্যান্য দেশেও উৎপাদন শিল্পের গতি শ্লথ হওয়ার ইঙ্গিত মিলেছে আইএইচএস মার্কিটের সমীক্ষায়। ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা ও বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হওয়ায় গত সাত বছরে উৎপাদন শিল্প সব চেয়ে দ্রুত হারে সঙ্কোচনের সম্ভাবনা দেখা দিয়েছে ব্রিটেনে। উৎপাদন সরাসরি কমার ইঙ্গিত জার্মানিতে। বাণিজ্য যুদ্ধের ধাক্কা লেগেছে ইউরোপীয় ইউনিয়নের উৎপাদন শিল্পেও। অন্য একটি সমীক্ষা বলেছে চিনে কারখানায় উৎপাদন কমার কথাও।