আশ্বাস কর্তার

ব্যাঙ্কটির প্রাক্তন চেয়ারম্যান ওয়ারাম সিংহ এবং এইচডিআইএলের দুই শীর্ষ কর্তাকে ২৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ০২:৪৮
Share:

ফাইল চিত্র।

পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপরেটিভ (পিএমসি) ব্যাঙ্ক কাণ্ড সামনে আসার পরে তিন আমানতকারীর মৃত্যু হয়েছে। তার পরেই বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে বৈঠক করলেন পিএমসি ব্যাঙ্কের প্রশাসক জে বি ভোরিয়া। পরে ভোরিয়া বলেন, আমানতকারী-সহ সব পক্ষের স্বার্থ রক্ষা করা হবে। এ দিনই মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা গ্রেফতার করে ব্যাঙ্কটির প্রাক্তন ডিরেক্টর সুরজিৎ সিংহ অরোরাকে। এই ঘটনায় এটি পঞ্চম গ্রেফতার। অরোরা ব্যাঙ্কটির ঋণ কমিটিরও অন্যতম সদস্য ছিলেন।

Advertisement

ব্যাঙ্কটির প্রাক্তন চেয়ারম্যান ওয়ারাম সিংহ এবং এইচডিআইএলের দুই শীর্ষ কর্তাকে ২৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের আদালত। অভিযোগ, ঋণ খেলাপি এইচডিআইএলকে বেআইনি ধার দেওয়া হয়েছিল। শুনানি চলার সময়ে টাকা ফেরতের দাবিতে আদালতের বাইরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement