নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
এ বার গাড়ি-সহ সব ধরনের যানবাহন ক্ষেত্রে ভারতের শীর্ষে পৌঁছনোর স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লিতে ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো, ২০২৫’-এর উদ্বোধনে আগামী দিনে বিশ্বের গতি ক্ষেত্রে এ দেশের শাসন করার বার্তা দিয়ে লগ্নিকারীদের পুঁজি ঢালার ডাকও দেন তিনি। বলেন, ‘‘দেশে গত বছর ২.৫ কোটির বেশি গাড়ি বিক্রি হয়েছে। সেই কারণেই শেষ চার বছরে এই ক্ষেত্রে ৩৬০০ কোটি ডলার প্রত্যক্ষ বিদেশি লগ্নি এসেছে।’’ তিনি আরও জানান, বিভিন্ন দেশের মধ্যে ভারতে মধ্যবিত্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাঁরাই যখন ক্রমশ গাড়ি কেনার দিকে ঝুঁকছেন, তখন এই ক্ষেত্রের কী বিশাল বাজার সামনে পড়ে, তা সহজেই অনুমেয়। তবে সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে হালে দেশের গাড়ি বাজারে ঝিমুনির কথা। মূল্যবৃদ্ধিতে জর্জরিত মধ্যবিত্ত মুখ ফেরানোয় ছোট যাত্রিবাহী গাড়ি বিক্রি কমার কথাও।
এ দিন গাড়ি মেলার প্রথম দিনে মারুতি সুজ়ুকি দেখিয়েছে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি। সুজ়ুকি মোটরসের কর্তা তোশিহিরো সুজ়ুকি জানান, এর পরিকাঠামো গড়তে লগ্নি হয়েছে ২১০০ কোটি টাকা। এখানে তৈরি করে এটি জাপান, ইউরোপের একাধিক দেশে রফতানি হবে। তবে মারুতি সুজ়ুকি ইন্ডিয়ার এমডি হিশাসি তেকেউচি জানান, আগে চার্জিং পরিকাঠামো গড়বে সংস্থা। প্রথম পর্যায়ে দেশের ১০০ শহরে প্রতি ৫-১০ কিলোমিটার অন্তর চার্জিং স্টেশন আনা হবে। হুন্ডাইও তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি প্রকাশ্যে এনেছে। সংস্থার এমডি উনসো কিম জানান, পরিকাঠামো তৈরির জন্য ৬০০ চার্জিং স্টেশন তৈরি করবেন। তার পরে আনবেন নতুন গাড়িটি।