দু’মাসে টানা দু’বার বাড়ার পরে, ফের কমলো পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় পেট্রোলের দর লিটারে ৪০ পয়সা কমে হয়েছে ৬৭.৪৮ টাকা। অন্য দিকে, ডিজেলও লিটার পিছু ১.০৮ টাকা কমে দাঁড়িয়েছে ৫৩.২৩ টাকায়। পাশাপাশি, বিমান জ্বালানির (এটিএফ) দরও কমানো হয়েছে কিলোলিটারে ৮৬৫ টাকা। নতুন দর ৫৮,৬১৪ টাকা। মাঝরাত থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
গত কয়েক দিনে বিশ্ব বাজারে ফের নেমেছে অশোধিত তেলের দাম। অবশ্য দেশে ডলারের সাপেক্ষে কমেছে টাকাও। তবে তা সত্ত্বেও সব মিলিয়ে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের দাম কমানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। যে কারণে এই সিদ্ধান্ত বলে দাবি তাদের।
উল্লেখ্য, প্রতি দু’সপ্তাহে পেট্রোল এবং ডিজেলের দরের পর্যালোচনা করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বিমান জ্বালানি ও রান্নার গ্যাসের দর স্থির করে মাসের প্রথমে। মঙ্গলবারই ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। কলকাতায় তা ৮.৫০ টাকা বেড়ে হয়েছে ৬৫৪.৫০ টাকা।
ফেব্রুয়ারি এবং মার্চে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আগে ২০১৪-র অগস্ট থেকে টানা ১০ বারে প্রতি লিটারে ১৭.১১ টাকা কমেছিল পেট্রোল। অক্টোবরে নিয়ন্ত্রণ ওঠার পরে ছ’বারে ১২.৯৬ টাকা কমে ডিজেল। কিন্তু তার মধ্যেই চার বার উত্পাদন শুল্ক বাড়ায় কেন্দ্র।
এ দিকে, এটিএফের দাম কমলেও, ভাড়া নিয়ে মন্তব্য করেনি বিমান সংস্থাগুলি। বিমান ভাড়ার ৪০ শতাংশই জ্বালানির দর।