Coronavirus Lockdown

দেড় বছরে সব থেকে বেশি পেট্রলের দাম

লকডাউনে টানা ৮২ দিন দেশে থমকেই ছিল পেট্রল-ডিজ়েলের দাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৪:০০
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় পেট্রলের দর ১৯ মাসের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলল বুধবার।

Advertisement

লকডাউনে টানা ৮২ দিন দেশে থমকেই ছিল পেট্রল-ডিজ়েলের দাম। শুধু পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্য ভ্যাটের ছাড় তুলে নেওয়ায় মাঝে এপ্রিলে শুধু এক দিন বেড়েছিল দর। তার পরে ১১ দিন ধরে চলছে দাম বৃদ্ধির দৌড়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কেন্দ্র মার্চে ফের শুল্ক বাড়ানোয় তেল সংস্থাগুলিকে যে ক্ষতি বইতে হচ্ছিল, সেটাই এখন পুষিয়ে নিচ্ছে তারা।

বুধবার কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রল (আইওসি) বিকিয়েছে ৭৯.০৮ টাকায়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য, এর আগে ২০১৮ সালের ১৬ নভেম্বরে ওই জ্বালানির দর ছিল ৭৯.০৪ টাকা। তার আগে সেই বছরেরই সেপ্টেম্বর-অক্টোবরে পেট্রল উঠে গিয়েছিল ৮৫ টাকায়। তার পর থেকে তা নামতে নামতেই ওই দিন ৭৯.০৪ টাকা দাঁড়ায়। ওই বছর অক্টোবরের গোড়ায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দর ব্যারেল প্রতি ছুঁয়ে ফেলেছিল ৮৫ ডলার। সেটিও নভেম্বরে নেমে আসে প্রায় ৬০ ডলারে। কিন্তু এখন অশোধিত তেল ৪০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তা হলে কেন দেড় বছর আগের দামে বিকোচ্ছে পেট্রল?

Advertisement

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে খরচ কমানোর নির্দেশ কেন্দ্রের

ডিজ়েলও পেট্রলের সঙ্গে তাল মিলিয়ে দৌড়চ্ছে। যদিও কলকাতায় তা এখনও গত জানুয়ারির দামকে পিছনে ফেলতে পারেনি। তবে একাংশের আশঙ্কা, অচিরেই সেই দাম পেরোলে অবাক হওয়ার কিছু নেই।

যখন লকডাউন শিথিল হচ্ছে, ঠিক তখনই জ্বালানির এমন চড়া দাম নিয়ে ক্ষুব্ধ আমজনতা। বর্ধিত দাম ফেরতের দাবি তুলে মোদী সরকারকে তোপ দাগছেন বিরোধীরা। তবে কেন্দ্র চুপ। চিনের সঙ্গে সীমান্ত-উত্তেজনা বৃদ্ধি জ্বালানির দরে প্রভাব ফেলে কি না, এখন তা নিয়েও চিন্তায় সংশ্লিষ্ট সকলে।

আরও পড়ুন: কর্মীর অভাব, বস্তা তৈরিতে হোঁচট রাজ্যে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement