Petrol price

মুম্বইয়ে পেট্রল ১০০ ছুঁইছুঁই

কলকাতায় আইওসি-র পাম্পে ডিজেলে বিক্রি হচ্ছে লিটারে ৮৭.১৬ টাকায়। সোমবারের থেকে ২৫ পয়সা বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ০৫:২৩
Share:

প্রতীকী চিত্র।

মেট্রো শহরের মধ্যে মুম্বই-ই প্রথম পেট্রলের ‘সেঞ্চুরি’ দরের মুখে। এক দিন স্থির রাখার পরে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ফের দাম বাড়ানোয় সেখানে লিটারে তা পৌঁছেছে ৯৯.৭১ টাকায়। ডিজেল ৯১.৫৭ টাকায়। তবে দেশের মধ্যে প্রথম শহর হিসেবে রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রল ১০০ টাকা ছাড়িয়েছিল বহু আগেই। এ দিন দাম আরও বেড়ে হয় ১০৪.৪২ টাকা। সারা দেশে সব থেকে বেশি। আমজনতা থেকে পরিবহণ শিল্প বা কল-কারখানা— সকলের নাভিশ্বাস তুলে সেখানে ডিজেলও ১০০-র কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার তা বিক্রি হয়েছে লিটারে ৯৭.১৮ টাকায়। দেশে ডিজেলের দর হিসেবেও এটা সর্বাধিক। মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের আরও অনেক শহরেই পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

Advertisement

কলকাতায় আইওসি-র পাম্পে ডিজেলে বিক্রি হচ্ছে লিটারে ৮৭.১৬ টাকায়। সোমবারের থেকে ২৫ পয়সা বেশি। ২২ পয়সা বেড়ে পেট্রল হয়েছে ৯৩.৪৯ টাকা। ২ মে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট মেটার পর থেকে এখনও পর্যন্ত মোট ১৩ দিন বাড়ল দুই জ্বালানির দর। বুধবার অবশ্য দাম একই রেখেছে তেল সংস্থাগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement