প্রতীকী ছবি।
বিশ্ব বাজারে তেলের দর ব্যারেলে ৪০ ডলার। কিন্তু ভারতে পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে। আজ, শনিবার কলকাতায় পেট্রল লিটারে ৮২ টাকা ছাড়িয়েছে। আওসির পাম্পে তা মিলবে ৮২.০৫ টাকায়। ডিজেল ৭৫.৫২ টাকা। দু’বছর পরে দিল্লিতেও লিটারে পেট্রল ৮০ টাকা ছাড়িয়েছে শুক্রবার। সেখানে পেট্রলের চেয়েও দামি ডিজেল রোজই নজির গড়ছে।
২১ দিন দেশ জুড়ে টানা ডিজেল বাড়ছে। মাঝে এক দিন থমকে ছিল পেট্রল। তার পর থেকে ফের সেটিও ঊর্ধ্বমুখী। ৭ তারিখ থেকে এখনও পর্যন্ত কলকাতায় লিটারে পেট্রল ও ডিজেলের দাম মোট বেড়েছে যথাক্রমে ৮.৭৫ ও ৯.৯০ টাকা।
চাহিদা বৃদ্ধির আশায় অশোধিত তেল উঠলেও তা থাকছে ৪০ ডলারের আশপাশেই। তবে করোনা সংক্রমের আশঙ্কায় এ দিন তা কমেছে। এই অনিশ্চয়তায় অশোধিত তেলের দাম আদৌ উঠবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট মহলে। তা সত্ত্বেও ভারতে জ্বালানি দর কমার লক্ষণ নেই।