ছত্রিশ দিন ধরে বদলায়নি পেট্রল ও ডিজেলের দাম। এর পর ৫ জুলাই থেকে তা ফের বাড়তে শুরু করেছে। সে দিন থেকে আজ, সোমবার পর্যন্ত পাঁচ দিনে কলকাতায় লিটার প্রতি পেট্রল বেড়েছে ৮০ পয়সা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের দর অনুযায়ী তা হয়েছে ৭৯.০৩ টাকা। অন্য দিকে, একই সময়ে ৬৯ পয়সা বেড়ে ডিজেল। হয়েছে ৭০.৬২ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারে তেলের দর বাড়া এবং দেশে টাকার দাম কমাই ফের পেট্রল, ডিজেলের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ। কেন্দ্রের অবশ্য দাবি, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ভোট বছরে জ্বালানির এই চড়া দর নিয়ে তাদের অস্বস্তি যে বাড়ছে, সেই ইঙ্গিতও দিচ্ছে সরকারি মহলের একাংশ। তার উপর ডলারের দাম বাড়তে থাকায় আমদানির খরচও যেখানে লাফিয়ে বাড়ার আশঙ্কা।
এর আগে ২৯ মে পর্যন্ত টানা দেশে তেলের দাম বেড়েছে। বিশ্ব বাজারে দাম কমায় ৩০ মে থেকে পেট্রল-ডিজেলও কমতে শুরু করে। ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত টানা আট দিন তা অপরিবর্তিত ছিল।
বিশেষজ্ঞদের মতে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও ওপেকের বাড়তি তেল উৎপাদনে অনিশ্চয়তার জেরে অশোধিত তেলের দামে চাপ থাকবে অদূর ভবিষ্যতেও। ডলারে টাকা পড়ার বিষয়টি তো আছেই। ফলে ভারতের তেল কেনার খরচ বাড়বে। ফলে বাড়তে পারে চলতি খাতে ঘাটতিও।